১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

সুস্মিতা
  • আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার
  • / 483

পুবের কলম ওয়েবডেস্ক: পাক চর বৃত্তিতে যুক্তদের খোঁজে কলকাতা-সহ ৭টি রাজ্যে অভিযানে এনআইএ। শনিবার কলকাতা শহরের পার্ক সার্কাস, খিদিরপুর, আলিপুরে তল্লাশি চলে। দিল্লিতে এক বিএসএফ জওয়ানকে পাক গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়।

তাকে জেরা করে সেই সূত্র ধরে সন্ত্রাস-সম্পর্কিত একটি মামলায় জাতীয় তদন্ত সংস্থা দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং অসমের সাতটি রাজ্যের ১৫টি স্থানে এ দিন সকাল থেকে তল্লাশি চালায় তারা। তার পাশাপাশি বন্দর এলাকার মোমিনপুরের ব্রাউন ফিল্ড রোডে ‘ট্রাভেল পয়েন্ট’ নামক এক দোকানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এএনআই।

আরও পড়ুন: ‘কঠোর শাস্তি হবে’ মোদির হুঙ্কারের পর দিল্লি বিস্ফোরণে তদন্তভার নিল এনআইএ

তাদের সন্দেহ তিনটি অবৈধ টাকার বিনিময় হয়েছে একটি থার্ড পার্টি অ্যাপস-এর মাধ্যমে এই দোকান থেকে ২০২৪ সালের এপ্রিল মাসে। এই অ্যাপসের সঙ্গে জড়িত ‘ট্রাভেল পয়েন্ট’ নামক এই দোকানটি। তার পাশাপাশি একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় ওই দোকান থেকে। সোমবার ২ জুন এনআইএর সল্টলেকের দফতরে ট্রাভেল পয়েন্ট নামের দোকানের যে মালিক তাকে সকাল ১১টা নাগাদ হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

অন্যান্য জায়গায় তল্লাশি জারি রয়েছে। ওই দোকানের মালিকের দাবি, অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করা তাদের রুজি রোজগার। কিন্তু তারা সরাসরি পাকিস্তানে কোনও টাকা অ্যাকাউন্টে পাঠাননি। যাদেরকে টাকা পাঠিয়েছেন সেইসব তথ্য-সহ প্রমাণ তিনি এনআইএর অফিসারদের দিয়ে দিয়েছেন। যার টাকা ট্রান্সফার হয়েছে তা দেশের মধ্যেই হয়েছে। সোমবার এনআইয়ের দফতরে হাজির হয়ে তিনি তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবেন বলে জানান।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

আপডেট : ৩১ মে ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: পাক চর বৃত্তিতে যুক্তদের খোঁজে কলকাতা-সহ ৭টি রাজ্যে অভিযানে এনআইএ। শনিবার কলকাতা শহরের পার্ক সার্কাস, খিদিরপুর, আলিপুরে তল্লাশি চলে। দিল্লিতে এক বিএসএফ জওয়ানকে পাক গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেফতার করা হয়।

তাকে জেরা করে সেই সূত্র ধরে সন্ত্রাস-সম্পর্কিত একটি মামলায় জাতীয় তদন্ত সংস্থা দিল্লি, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং অসমের সাতটি রাজ্যের ১৫টি স্থানে এ দিন সকাল থেকে তল্লাশি চালায় তারা। তার পাশাপাশি বন্দর এলাকার মোমিনপুরের ব্রাউন ফিল্ড রোডে ‘ট্রাভেল পয়েন্ট’ নামক এক দোকানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এএনআই।

আরও পড়ুন: ‘কঠোর শাস্তি হবে’ মোদির হুঙ্কারের পর দিল্লি বিস্ফোরণে তদন্তভার নিল এনআইএ

তাদের সন্দেহ তিনটি অবৈধ টাকার বিনিময় হয়েছে একটি থার্ড পার্টি অ্যাপস-এর মাধ্যমে এই দোকান থেকে ২০২৪ সালের এপ্রিল মাসে। এই অ্যাপসের সঙ্গে জড়িত ‘ট্রাভেল পয়েন্ট’ নামক এই দোকানটি। তার পাশাপাশি একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় ওই দোকান থেকে। সোমবার ২ জুন এনআইএর সল্টলেকের দফতরে ট্রাভেল পয়েন্ট নামের দোকানের যে মালিক তাকে সকাল ১১টা নাগাদ হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রনে দমকলের ছটি ইঞ্জিন

অন্যান্য জায়গায় তল্লাশি জারি রয়েছে। ওই দোকানের মালিকের দাবি, অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার করা তাদের রুজি রোজগার। কিন্তু তারা সরাসরি পাকিস্তানে কোনও টাকা অ্যাকাউন্টে পাঠাননি। যাদেরকে টাকা পাঠিয়েছেন সেইসব তথ্য-সহ প্রমাণ তিনি এনআইএর অফিসারদের দিয়ে দিয়েছেন। যার টাকা ট্রান্সফার হয়েছে তা দেশের মধ্যেই হয়েছে। সোমবার এনআইয়ের দফতরে হাজির হয়ে তিনি তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবেন বলে জানান।

আরও পড়ুন: কলকাতার রাজপথে এসআইআর বিরোধী মহামিছিলে মমতা-অভিষেক