১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নাইট ক্যাপ্টেন রাহানে!

ইমামা খাতুন
  • আপডেট : ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার
  • / 40

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স তুলে নিয়েছে এমন একজন ক্রিকেটারকে যাঁর অভিজ্ঞতা ভারতীয় ক্রিকেটে অন্য অনেকের থেকে বহুগুণ বেশি। টি-২০ ক্রিকেটেও তিনি খুব একটা খারাপ নন। অজিঙ্কা রাহানে।

 

শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ায় নাইটরা অধিনায়ক নির্বাচন নিয়ে যেখানে কিছুটা সমস্যায় পড়েছেন, সেখানে তাদের স্বস্তি দিতে পারে শেষ মুহূর্তের এই মোক্ষম চালটি। নাইটদের ক্যাপ্টেন হিসেবে ২০২৫ আইপিএলে রাহানেকে দেখা যেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স এ ব্যাপারে এখনও চূড়ান্ত কিছু না জানালেও পরিস্থিতি ও পরিবেশ রাহানাকে নাইটেদের ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে অনেকগুণ এগিয়ে রাখছে।

কারণ শ্রেয়স আইয়ার নাইট ছেড়ে চলে যাওয়ায় এই মুহূর্তে তাঁদের নেতৃত্ব দেওয়ার মতো নিশ্চিত করে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতবারের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার এক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলেও তাঁকে ক্যাপ্টেন করার ক্ষেত্রে নাইট কর্তারাই দ্বিধায় রয়েছেন। কেননা সহ অধিনায়ক হিসেবে ভেঙ্কটেশ দায়িত্ব পালন করলেও ক্যাপ্টেনসি করার অভিজ্ঞতা তাঁর খুব একটা নেই। তাই তাঁর ওপর সরাসরি অধিনায়কের দায়িত্ব দিতে চাইছে না নাইট কর্তারা।

সে তুলনায় রাহানে অনেক অভিজ্ঞ। দেশের ঘরোয়া ক্রিকেটে যেমন তাঁর ক্যাপ্টেনসি করার অভিজ্ঞতা রয়েছে, তেমনই আইপিএলেও তাঁর অধিনায়কত্ব করার নজির রয়েছে। তাই নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের একটা বড় অংশ চাইছে রাহানেকে ক্যাপ্টেন করার। রাহানে ক্যাপ্টেনসি করলে একজন পরিচিত প্লেয়ারকে বসতে হবে। তাই পুরো বিষয়টি খুব মন দিয়ে পর্যালোচনাও করছে নাইট বাহিনী। তবে নাইটদের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রাহানে যে অনেকটা এগিয়ে তাতে কোনও সন্দেহ নেই।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নাইট ক্যাপ্টেন রাহানে!

আপডেট : ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স তুলে নিয়েছে এমন একজন ক্রিকেটারকে যাঁর অভিজ্ঞতা ভারতীয় ক্রিকেটে অন্য অনেকের থেকে বহুগুণ বেশি। টি-২০ ক্রিকেটেও তিনি খুব একটা খারাপ নন। অজিঙ্কা রাহানে।

 

শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ায় নাইটরা অধিনায়ক নির্বাচন নিয়ে যেখানে কিছুটা সমস্যায় পড়েছেন, সেখানে তাদের স্বস্তি দিতে পারে শেষ মুহূর্তের এই মোক্ষম চালটি। নাইটদের ক্যাপ্টেন হিসেবে ২০২৫ আইপিএলে রাহানেকে দেখা যেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। কলকাতা নাইট রাইডার্স এ ব্যাপারে এখনও চূড়ান্ত কিছু না জানালেও পরিস্থিতি ও পরিবেশ রাহানাকে নাইটেদের ক্যাপ্টেন হওয়ার ক্ষেত্রে অনেকগুণ এগিয়ে রাখছে।

কারণ শ্রেয়স আইয়ার নাইট ছেড়ে চলে যাওয়ায় এই মুহূর্তে তাঁদের নেতৃত্ব দেওয়ার মতো নিশ্চিত করে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতবারের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার এক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলেও তাঁকে ক্যাপ্টেন করার ক্ষেত্রে নাইট কর্তারাই দ্বিধায় রয়েছেন। কেননা সহ অধিনায়ক হিসেবে ভেঙ্কটেশ দায়িত্ব পালন করলেও ক্যাপ্টেনসি করার অভিজ্ঞতা তাঁর খুব একটা নেই। তাই তাঁর ওপর সরাসরি অধিনায়কের দায়িত্ব দিতে চাইছে না নাইট কর্তারা।

সে তুলনায় রাহানে অনেক অভিজ্ঞ। দেশের ঘরোয়া ক্রিকেটে যেমন তাঁর ক্যাপ্টেনসি করার অভিজ্ঞতা রয়েছে, তেমনই আইপিএলেও তাঁর অধিনায়কত্ব করার নজির রয়েছে। তাই নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্টের একটা বড় অংশ চাইছে রাহানেকে ক্যাপ্টেন করার। রাহানে ক্যাপ্টেনসি করলে একজন পরিচিত প্লেয়ারকে বসতে হবে। তাই পুরো বিষয়টি খুব মন দিয়ে পর্যালোচনাও করছে নাইট বাহিনী। তবে নাইটদের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রাহানে যে অনেকটা এগিয়ে তাতে কোনও সন্দেহ নেই।