২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনে বন্দি নিমিশা কাণ্ডে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন গ্র্যান্ড মুফতির

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 24

পুবের কলম ওয়েবডেস্ক: কেরালার নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত হওয়ার পর এবার তাঁর মুক্তির দাবিতে আরও জোরদার প্রচেষ্টা শুরু হয়েছে। দেশের গ্র্যান্ড মুফতি কান্থাপুরম এ.পি. আবুবকর মুসলিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সরাসরি বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন।

পলাক্কাড জেলার বাসিন্দা নিমিশা প্রিয়া ২০২০ সালে ইয়েমেনি ব্যবসায়িক সঙ্গী তালাল আব্দো মাহদির হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাবন্দি রয়েছেন। গত ১৬ জুলাই তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল। তবে গ্র্যান্ড মুফতির সক্রিয় উদ্যোগে শেষ মুহূর্তে ইয়েমেনি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত করে।

মুফতির ঘনিষ্ঠ সহযোগী জাওয়াদ মুস্তাফাভি জানান, “আমাদের একমাত্র লক্ষ্য প্রিয়ার মুক্তি। মঙ্গলবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মুফতির পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদনপত্র পাঠানো হবে।”

তিনি আরও বলেন, “মুফতি প্রথমেই ইয়েমেনের প্রখ্যাত সুফি আলেম শেখ হাবিব উম্মারের সঙ্গে যোগাযোগ করেন। উম্মার মুফতির ঘনিষ্ঠ বন্ধু এবং তাঁর হস্তক্ষেপের পরই ঘটনাপ্রবাহ দ্রুত এগোতে শুরু করেছে।”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইয়েমেনে বন্দি নিমিশা কাণ্ডে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আবেদন গ্র্যান্ড মুফতির

আপডেট : ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: কেরালার নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত হওয়ার পর এবার তাঁর মুক্তির দাবিতে আরও জোরদার প্রচেষ্টা শুরু হয়েছে। দেশের গ্র্যান্ড মুফতি কান্থাপুরম এ.পি. আবুবকর মুসলিয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সরাসরি বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন।

পলাক্কাড জেলার বাসিন্দা নিমিশা প্রিয়া ২০২০ সালে ইয়েমেনি ব্যবসায়িক সঙ্গী তালাল আব্দো মাহদির হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাবন্দি রয়েছেন। গত ১৬ জুলাই তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিল। তবে গ্র্যান্ড মুফতির সক্রিয় উদ্যোগে শেষ মুহূর্তে ইয়েমেনি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত করে।

মুফতির ঘনিষ্ঠ সহযোগী জাওয়াদ মুস্তাফাভি জানান, “আমাদের একমাত্র লক্ষ্য প্রিয়ার মুক্তি। মঙ্গলবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মুফতির পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদনপত্র পাঠানো হবে।”

তিনি আরও বলেন, “মুফতি প্রথমেই ইয়েমেনের প্রখ্যাত সুফি আলেম শেখ হাবিব উম্মারের সঙ্গে যোগাযোগ করেন। উম্মার মুফতির ঘনিষ্ঠ বন্ধু এবং তাঁর হস্তক্ষেপের পরই ঘটনাপ্রবাহ দ্রুত এগোতে শুরু করেছে।”