১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচলায় মাজারে এলেন নির্মল মাঝি, ফুল দিয়ে উত্তরীয় পরিয়ে বরণ বিধায়ককে

পুবের কলম প্রতিবেদক:  আজ হাওড়ার পাঁচলার লায়েকপাড়ার এক মাজারে এলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি। গত ২৭ এপ্রিল উরুসে গরফারিয়াতে উপস্থিত থাকার কথার আসার কথা ছিল বিধায়কের। কিন্তু বিশেষ কারণ বশত তিনি উপস্থিত হতে না পারায় এদিন তিনি মাজারে আসেন।

দরবারের গাদ্দিনাসিন পীর সৈয়দ আতাউর রহমান চিসতী হুসেনি  বিধায়ককে উত্তরীয়, ও ফুল দিয়ে বরণ করেন। বিধায়ক নির্মল মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন  ব্লক সভাপতি মহ: ইলিয়াস সাহেব, টিকে-২ সদস্য ডা: আবিদ রহমান, টিকে-২ অঞ্চল যুব সভাপতি হাসিবুল রহমান সাহেব, পীরজাদা মুফতি সৈয়দ আসরারুল হক, আব্বাস মল্লিক সহ আরও এলাকার বিশিষ্টরা। সকলে মিলে দরবারে দোয়া করেন।

আরও পড়ুন: তুরস্কে কুরআন অবমাননা: চার্চে ফুল উপহার দিয়ে অভিনব প্রতিবাদ   

আরও পড়ুন: সান্তাক্লজ সেজে শিশুদের হাতে উপহার তুলে দিলেন মন্ত্রী অরূপ রায়
সর্বধিক পাঠিত

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঁচলায় মাজারে এলেন নির্মল মাঝি, ফুল দিয়ে উত্তরীয় পরিয়ে বরণ বিধায়ককে

আপডেট : ৩ মে ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদক:  আজ হাওড়ার পাঁচলার লায়েকপাড়ার এক মাজারে এলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি। গত ২৭ এপ্রিল উরুসে গরফারিয়াতে উপস্থিত থাকার কথার আসার কথা ছিল বিধায়কের। কিন্তু বিশেষ কারণ বশত তিনি উপস্থিত হতে না পারায় এদিন তিনি মাজারে আসেন।

দরবারের গাদ্দিনাসিন পীর সৈয়দ আতাউর রহমান চিসতী হুসেনি  বিধায়ককে উত্তরীয়, ও ফুল দিয়ে বরণ করেন। বিধায়ক নির্মল মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন  ব্লক সভাপতি মহ: ইলিয়াস সাহেব, টিকে-২ সদস্য ডা: আবিদ রহমান, টিকে-২ অঞ্চল যুব সভাপতি হাসিবুল রহমান সাহেব, পীরজাদা মুফতি সৈয়দ আসরারুল হক, আব্বাস মল্লিক সহ আরও এলাকার বিশিষ্টরা। সকলে মিলে দরবারে দোয়া করেন।

আরও পড়ুন: তুরস্কে কুরআন অবমাননা: চার্চে ফুল উপহার দিয়ে অভিনব প্রতিবাদ   

আরও পড়ুন: সান্তাক্লজ সেজে শিশুদের হাতে উপহার তুলে দিলেন মন্ত্রী অরূপ রায়