পুবের কলম প্রতিবেদক: আজ হাওড়ার পাঁচলার লায়েকপাড়ার এক মাজারে এলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি। গত ২৭ এপ্রিল উরুসে গরফারিয়াতে উপস্থিত থাকার কথার আসার কথা ছিল বিধায়কের। কিন্তু বিশেষ কারণ বশত তিনি উপস্থিত হতে না পারায় এদিন তিনি মাজারে আসেন।
দরবারের গাদ্দিনাসিন পীর সৈয়দ আতাউর রহমান চিসতী হুসেনি বিধায়ককে উত্তরীয়, ও ফুল দিয়ে বরণ করেন। বিধায়ক নির্মল মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মহ: ইলিয়াস সাহেব, টিকে-২ সদস্য ডা: আবিদ রহমান, টিকে-২ অঞ্চল যুব সভাপতি হাসিবুল রহমান সাহেব, পীরজাদা মুফতি সৈয়দ আসরারুল হক, আব্বাস মল্লিক সহ আরও এলাকার বিশিষ্টরা। সকলে মিলে দরবারে দোয়া করেন।
































