০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মেলেনি অ্যাম্বুলেন্স! বাধ্য হয়ে ঠেলাগাড়িতে চাপিয়েই অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে গেল ৬ বছরের ছেলে

ইমামা খাতুন
- আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক: মেলেনি অ্যাম্বুলেন্স! তাই বাধ্য হয়ে ঠেলাগাড়িতে চাপিয়েই অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে গেল ছ’বছরের পুত্রসন্তান। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার বালিয়ারি শহরে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় মধ্যপ্রদেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র পরিবারগুলিকে অ্যাম্বুলেন্স সরবরাহে গাফিলতির অভিযোগও উঠেছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি এই দৃশ্য রেকর্ড করার পরে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। তারপর বিষয়টি সামনে আসে।
জানা গেছে, এক ঘন্টারও বেশি সময় ধরে একটি অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করেছিল তাঁরা। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় অজ্ঞাত ওই ছেলেটি তার বাবাকে কাঠের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়৷
ভাইরাল হওয়া ভিডিও’তে টি-শার্ট এবং নীল ডেনিম পরিহিত একটি ছেলেকে কাঠের গাড়িটির গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে দেখা যায়। সে প্রায় তিন কিলোমিটার গাড়িটি ঠেলে ঠেলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শিরা জানিয়েছে।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর, সিংগ্রাউলি জেলা প্রশাসন বিষয়টি নিয়ে তৎপর হয় এবং এরপর বিষয়টি তদন্তের নির্দেশ দেয়।
6 year old child reached the hospital with his sick father on handcart pic.twitter.com/V92lb9qwUN
— Dripto Das (@DriptoDas) February 13, 2023