১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় নামাজ পড়লেই বাতিল পাসপোর্ট, জরিমানা সহ কঠোর শাস্তির নিদান যোগীরাজ্যে 

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার
  • / 635

Varanasi: People offer Eid-ul-Fitr namaz in Varanasi on June 5, 2019. (Photo: IANS)

পুবের কলম, ওয়েব ডেস্ক: রাস্তায় নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট ও লাইসেন্স। শুধু তাই নয় জরিমানা সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। তাই রাস্তায় বসে নামাজ পড়া চলবে না । আলবিদা জুম্মার দিন কড়া নির্দেশিকা জারি করলেন উত্তরপ্রদেশের মিরাটের শীর্ষ পুলিশকর্তা। নির্দেশিকা অনুযায়ী, ইদগাহ এবং মসজিদ ছাড়া কেউ কোথাও নমাজ পড়তে পারবেন না। কোনও অনুমতি ছাড়া রাস্তায় নমাজ পড়লে কঠোর শাস্তি পেতে হবে। পাসপোর্ট বা লাইসেন্স বাতিল করা হতে পারে। আর একবার পাসপোর্ট বাতিল হলে নতুন করে পাসপোর্ট পেতে অনেক ঝক্কি পোয়াতে হবে। পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়া যাবে না। বলা বাহুল্য, একদিকে রমযান মাস তারপর আলবিদা জুম্মার দিন। অর্থাৎ রমযানের শেষ জুম্মা। স্বাভাবিক ভাবেই বিশেষ এই দিনকে কেন্দ্র করে মসজিদে মুসোল্লি সংখ্যা অন্য দিনের তুলনায় বেশি হবে। খুদে থেকে বয়স্ক সকলেই এই দিনে মসজিদে সালাত আদায় করেন । আর বিশেষ এই দিনেই কড়া নির্দেশিকা জারি করলেন পুলিশ।

 

পুলিশের অভিযোগ, চলতি মাসে প্রায় দিনই নিয়ম করে রাস্তা বন্ধ করে নমাজ পড়ছেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। ফলে তীব্র যানজটের সৃ্ষ্টি হয়। স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। সেটার ভিত্তিতেই ওই নির্দেশিকা জারি করা হয়েছে।

 

যদিও পুলিশের এই এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সংখ্যালঘুদের একাংশের বক্তব্য, আইনশৃঙ্খলা বজায় রাখার নামে অহেতুক মুসলিম সম্প্রদায়ের মানুষদের হেনস্থা করা হচ্ছে।

 

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাস্তায় নামাজ পড়লেই বাতিল পাসপোর্ট, জরিমানা সহ কঠোর শাস্তির নিদান যোগীরাজ্যে 

আপডেট : ২৮ মার্চ ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: রাস্তায় নামাজ পড়লে বাতিল হবে পাসপোর্ট ও লাইসেন্স। শুধু তাই নয় জরিমানা সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। তাই রাস্তায় বসে নামাজ পড়া চলবে না । আলবিদা জুম্মার দিন কড়া নির্দেশিকা জারি করলেন উত্তরপ্রদেশের মিরাটের শীর্ষ পুলিশকর্তা। নির্দেশিকা অনুযায়ী, ইদগাহ এবং মসজিদ ছাড়া কেউ কোথাও নমাজ পড়তে পারবেন না। কোনও অনুমতি ছাড়া রাস্তায় নমাজ পড়লে কঠোর শাস্তি পেতে হবে। পাসপোর্ট বা লাইসেন্স বাতিল করা হতে পারে। আর একবার পাসপোর্ট বাতিল হলে নতুন করে পাসপোর্ট পেতে অনেক ঝক্কি পোয়াতে হবে। পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়া যাবে না। বলা বাহুল্য, একদিকে রমযান মাস তারপর আলবিদা জুম্মার দিন। অর্থাৎ রমযানের শেষ জুম্মা। স্বাভাবিক ভাবেই বিশেষ এই দিনকে কেন্দ্র করে মসজিদে মুসোল্লি সংখ্যা অন্য দিনের তুলনায় বেশি হবে। খুদে থেকে বয়স্ক সকলেই এই দিনে মসজিদে সালাত আদায় করেন । আর বিশেষ এই দিনেই কড়া নির্দেশিকা জারি করলেন পুলিশ।

 

পুলিশের অভিযোগ, চলতি মাসে প্রায় দিনই নিয়ম করে রাস্তা বন্ধ করে নমাজ পড়ছেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। ফলে তীব্র যানজটের সৃ্ষ্টি হয়। স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। সেটার ভিত্তিতেই ওই নির্দেশিকা জারি করা হয়েছে।

 

যদিও পুলিশের এই এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সংখ্যালঘুদের একাংশের বক্তব্য, আইনশৃঙ্খলা বজায় রাখার নামে অহেতুক মুসলিম সম্প্রদায়ের মানুষদের হেনস্থা করা হচ্ছে।