০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নোট বদলে দেখাতে হবে না পরিচয়পত্র,ভরতে হবে না ফর্ম

ইমামা খাতুন
  • আপডেট : ২১ মে ২০২৩, রবিবার
  • / 14

পুবের কলম,ওয়েবডেস্ক: শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। এই ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের তথ্য ঘুরপাক খাচ্ছে। কী ভাবে নোটবদল করা যাবে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মতামত ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যার অধিকাংশই সঠিক নয় বলে জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে রবিবার স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কীভাবে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে বা বদল করা যাবে। আর এটা করতে গেলে কি কি করা প্রয়োজন তাও জানিয়ে দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক এদিন জানিয়ে দিয়েছে, ২০০০ টাকার নোট জমা দিতে হলে বা বদলাতে গেলে কাউকে কোনও পরিচয়পত্র দেখাতে হবে না।

কোনও ফর্মও পূরণ করতে হবে না। তবে একসাথে ২ হাজার টাকার নোটে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্কে জমা করা যাবে বা বদল করা যাবে। রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই ভুয়ো খবর ছড়ানো হচ্ছিল। সেখানে বলা হচ্ছিল ২ হাজার টাকার নোট জমা বা বদল করতে হলে ব্যাঙ্কে গিয়ে নির্দিষ্ট ফর্মপূরণ করতে হবে। আধার কার্ড বা অন্য কোনও পরিচয়পত্র দেখাতে হবে। এদিন স্টেট ব্যাঙ্কের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, একসঙ্গে অন্ততঃ ১০টি ২ হাজার টাকার নোট জমা বা বদল করার ক্ষেত্রে এসব কিছুই করতে হবে না গ্রাহকদের। এমনকি ব্যাঙ্কের গ্রাহক নন, এমন ব্যক্তিরাও নোট বদলানোর সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কোনও অতিরিক্ত অর্থও দিতে হবে না।

গত শুক্রবার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। অবিলম্বে ২ হাজার টাকার নোট ব্যবহার বন্ধ করতে ব্যাঙ্কগুলিকে নির্দেশও দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয় গ্রাহকদের। দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়, তাদের ১৯টি আঞ্চলিক অফিসে এবং বিভিন্ন ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলে দেওয়া হবে। কেউ চাইলে ২০০০ টাকার নোটে টাকা জমাও রাখতে পারবেন। প্রয়োজনে নোট বদল করার সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নোট বদলে দেখাতে হবে না পরিচয়পত্র,ভরতে হবে না ফর্ম

আপডেট : ২১ মে ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। এই ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের তথ্য ঘুরপাক খাচ্ছে। কী ভাবে নোটবদল করা যাবে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মতামত ছড়িয়ে দেওয়া হচ্ছিল। যার অধিকাংশই সঠিক নয় বলে জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এই পরিস্থিতিতে রবিবার স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কীভাবে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে বা বদল করা যাবে। আর এটা করতে গেলে কি কি করা প্রয়োজন তাও জানিয়ে দিয়েছে শীর্ষ ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক এদিন জানিয়ে দিয়েছে, ২০০০ টাকার নোট জমা দিতে হলে বা বদলাতে গেলে কাউকে কোনও পরিচয়পত্র দেখাতে হবে না।

কোনও ফর্মও পূরণ করতে হবে না। তবে একসাথে ২ হাজার টাকার নোটে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ব্যাঙ্কে জমা করা যাবে বা বদল করা যাবে। রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই ভুয়ো খবর ছড়ানো হচ্ছিল। সেখানে বলা হচ্ছিল ২ হাজার টাকার নোট জমা বা বদল করতে হলে ব্যাঙ্কে গিয়ে নির্দিষ্ট ফর্মপূরণ করতে হবে। আধার কার্ড বা অন্য কোনও পরিচয়পত্র দেখাতে হবে। এদিন স্টেট ব্যাঙ্কের তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, একসঙ্গে অন্ততঃ ১০টি ২ হাজার টাকার নোট জমা বা বদল করার ক্ষেত্রে এসব কিছুই করতে হবে না গ্রাহকদের। এমনকি ব্যাঙ্কের গ্রাহক নন, এমন ব্যক্তিরাও নোট বদলানোর সুযোগ পাবেন। এ ক্ষেত্রে কোনও অতিরিক্ত অর্থও দিতে হবে না।

গত শুক্রবার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। অবিলম্বে ২ হাজার টাকার নোট ব্যবহার বন্ধ করতে ব্যাঙ্কগুলিকে নির্দেশও দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয় গ্রাহকদের। দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়, তাদের ১৯টি আঞ্চলিক অফিসে এবং বিভিন্ন ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলে দেওয়া হবে। কেউ চাইলে ২০০০ টাকার নোটে টাকা জমাও রাখতে পারবেন। প্রয়োজনে নোট বদল করার সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।