৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টিকাতে আর ব্যথা নয়, ভারতেই প্রথম সূচ-বিহীন টিকাকরণ

পুবের কলম ওয়েব ডেস্কঃ করোনার তৃতীয় ঢেউ দোরগোড়ায়। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি কচিকাচারাও গুরুতর ভাবে সংক্রামিত হতে পারে এ নিয়ে চিকিৎসকেরা বারবার সাবধান করছেন। টিকাকরণের মাধ্যমেই এই বিপদমুক্ত হওয়া সম্ভব তাই জরুরী ভিত্তিতে প্রয়োগের জন্য আরও একটি কোভিড টিকাকে অনুমোদন দিল ভারতীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড। এই টিকাটি হল জাইডাস ক্যাডিলা নির্মিত জাইকভ ডি। তিনটি ডোজে বিভক্ত এই টিকাটি নিতে চামড়ায় সিরিঞ্জের ব্যাবহার করা হবে না বলে জানা যাচ্ছে। আগামী অক্টোবর নাগাদ জরুরী ক্ষেত্রে এর ব্যাবহার শুরু হতে পারে বলে ধারনা করছে বিশেষজ্ঞদের একাংশ।
এটিই প্রথম ডিএনএ ভিত্তিক কোভিড টিকা , এবং এটি ১২ বছরের উর্ধে সকলের ক্ষেত্রে ব্যাবহার করা যাবে বলে জানা যাচ্ছে। করোনার বিরুদ্ধে জাইকভ ডি-র কার্যকারিতার হার প্রায় ৬৬.৬%। অনেক ক্ষেত্রে এই টিকার কার্যকারিতা ৭০% ও হতে দেখা গিয়েছে। পরবর্তীকালে যদি এই টিকা কে গণটিকাকরণে ব্যাবহার করা হয় তাহলে এই নিয়ে ছয়টি টিকা অনুমোদন পাবে ভারতে। এর আগে কোভিশিল্ড , কোভ্যাক্সিন , স্পুটনিক ভি , মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসনের টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রসঙ্গত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই শিশুদের জন্য টিকাকরণ শুরু হয়ে যাবে।ইতিমধ্যেই শিশুদের টিকাকরণের ট্রায়াল শুরু হয়ে গেছে এরপর অনুমোদন পাওয়ার অপেক্ষা মাত্র। গতমাসে ভারতীয় ওষুধ নিয়ামক সংস্থা সিরাম ইন্সটিটিউটও ২ থেকে ১৭ বছর বয়সী ৯২০ জনের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পায়। শিশুদের টিকাকরণ শুরু হয়ে গেলে সংক্রমনের মাত্রা অনেক কমবে বলে মনে করছেন চিকিৎসকেরা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খালেদা জিয়ার জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নয়াবস্তি পাড়ায়, প্রাথমিক শিক্ষাও এখানে, স্মরণ করছে এলাকার বুদ্ধিজীবীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টিকাতে আর ব্যথা নয়, ভারতেই প্রথম সূচ-বিহীন টিকাকরণ

আপডেট : ২১ অগাস্ট ২০২১, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ করোনার তৃতীয় ঢেউ দোরগোড়ায়। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি কচিকাচারাও গুরুতর ভাবে সংক্রামিত হতে পারে এ নিয়ে চিকিৎসকেরা বারবার সাবধান করছেন। টিকাকরণের মাধ্যমেই এই বিপদমুক্ত হওয়া সম্ভব তাই জরুরী ভিত্তিতে প্রয়োগের জন্য আরও একটি কোভিড টিকাকে অনুমোদন দিল ভারতীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড। এই টিকাটি হল জাইডাস ক্যাডিলা নির্মিত জাইকভ ডি। তিনটি ডোজে বিভক্ত এই টিকাটি নিতে চামড়ায় সিরিঞ্জের ব্যাবহার করা হবে না বলে জানা যাচ্ছে। আগামী অক্টোবর নাগাদ জরুরী ক্ষেত্রে এর ব্যাবহার শুরু হতে পারে বলে ধারনা করছে বিশেষজ্ঞদের একাংশ।
এটিই প্রথম ডিএনএ ভিত্তিক কোভিড টিকা , এবং এটি ১২ বছরের উর্ধে সকলের ক্ষেত্রে ব্যাবহার করা যাবে বলে জানা যাচ্ছে। করোনার বিরুদ্ধে জাইকভ ডি-র কার্যকারিতার হার প্রায় ৬৬.৬%। অনেক ক্ষেত্রে এই টিকার কার্যকারিতা ৭০% ও হতে দেখা গিয়েছে। পরবর্তীকালে যদি এই টিকা কে গণটিকাকরণে ব্যাবহার করা হয় তাহলে এই নিয়ে ছয়টি টিকা অনুমোদন পাবে ভারতে। এর আগে কোভিশিল্ড , কোভ্যাক্সিন , স্পুটনিক ভি , মর্ডানা এবং জনসন অ্যান্ড জনসনের টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রসঙ্গত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই শিশুদের জন্য টিকাকরণ শুরু হয়ে যাবে।ইতিমধ্যেই শিশুদের টিকাকরণের ট্রায়াল শুরু হয়ে গেছে এরপর অনুমোদন পাওয়ার অপেক্ষা মাত্র। গতমাসে ভারতীয় ওষুধ নিয়ামক সংস্থা সিরাম ইন্সটিটিউটও ২ থেকে ১৭ বছর বয়সী ৯২০ জনের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি পায়। শিশুদের টিকাকরণ শুরু হয়ে গেলে সংক্রমনের মাত্রা অনেক কমবে বলে মনে করছেন চিকিৎসকেরা।