এসএসসির আবেদনে নেই ওবিসি

- আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 183
পুবের কলম ওয়েবডেস্কঃ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগের আবেদনে ওবিসি’র অপশন রাখা হল না।
ওবিসি তালিকা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের ১৭ জুনের একটি রায়ের উল্লেখ করে এসএসসি রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২৫-এর নিয়োগ প্রক্রিয়ায় আপাতত ওবিসি ক্যাটিগরি-তে আবেদনের সুযোগ নেই।
দেখা যাচ্ছে, এসসি, এসটি, পিএইচ (ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড) ছাড়া রয়েছে শুধু ‘আদার্স ক্যাটাগরি’। ফলে জেনারেল ক্যাটগরির চাকরিপ্রার্থীদের সঙ্গেই এই ‘আদার্স ক্যাটিগরি’তে আবেদন করতে হচ্ছে ওবিসি’দের।
ওবিসি-রা ৪৫ শতাংশ নম্বরে আবেদনের যে সুযোগ পেতেন। পোর্টালে ১৬ জুন থেকে শুরু আবেদনের ক্ষেত্রে গোড়ায় দিন কয়েক ওবিসি উল্লেখে আবেদন করা গেলেও আচমকা সে সুযোগ বন্ধ করা হয়েছে।
জেনারেল ক্যাটিগরি মানে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ সীমাবদ্ধ। ওবিসি-রা ৪৩ বছর বয়স পর্যন্ত আবেদনের যে সুযোগ পেতে পারতেন, সে পথ বন্ধ। আবার জেনারেল ক্যাটিগরির প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তরে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
এই বিষয়ে এসএসসি’র সচিব অরুণকুমার রার জানিয়েছেন, ‘মঙ্গলবারের নোটিসে স্পষ্ট বলা হয়েছে, এই সিদ্ধান্ত একেবারেই সাময়িক। তবে আবেদনের ক্ষেত্রে বয়স ও নম্বরের ক্ষেত্রে কোনও সমস্যা হলে সেটা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।