CJI নিয়ে বিতর্কিত ভিডিওর জেরে ইউটিউবার অজিত ভারতীকে হেফাজতে নিল নয়ডা পুলিশ
- আপডেট : ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 273
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গভই-কে নিয়ে বিতর্কিত ভিডিও প্রকাশের অভিযোগে জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অজিত ভারতীকে সোমবার হেফাজতে নিয়েছে উত্তরপ্রদেশের নয়ডা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে যে, অজিত ভারতীর সাম্প্রতিক এক ভিডিওতে তিনি প্রধান বিচারপতির বিরুদ্ধে উত্তেজনামূলক ও অবমাননাকর মন্তব্য করেছিলেন। অভিযোগ, সেই ভিডিওতে তিনি সাধারণ মানুষকে বিচারব্যবস্থার বিরুদ্ধে প্ররোচিত করার চেষ্টা করেন। অজিত ভারতীকে পুলিশ হেফাজতে নেওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়। অনেকেই বিষয়টিকে অভিব্যক্তির স্বাধীনতার ওপর আঘাত বলে দাবি করেন।
উল্লেখ্য, গত সপ্তাহে সুপ্রিম কোর্টে এক সিনিয়র আইনজীবী প্রধান বিচারপতির দিকে জুতো নিক্ষেপের চেষ্টা করেছিলেন। সেই ঘটনাকে ঘিরেই উত্তেজনা তৈরি হয়, আর অজিত ভারতী সেই বিষয়েই নিজের ভিডিওটি প্রকাশ করেছিলেন। জানা যায়, সোমবার দুপুরে নয়ডার সেক্টর-৫৮ থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে সেক্টর-৬-এ অবস্থিত ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি)-এর অফিসে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, প্রথমে তাঁকে কেবলমাত্র তথ্য জানার উদ্দেশ্যে ডাকা হয়েছিল, কিন্তু ভিডিওর বিষয়বস্তু ও মন্তব্যের গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে উচ্চপদস্থ কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়।































