৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

৬০ বছর পর লোগো পরিবর্তন করল নোকিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার
  • / 16

পুবের কলম ওয়েবডেস্ক: মাঝে কেটে গিয়েছে ৬০ বছর। প্রযুক্তি ক্ষেত্রে এখন বিশ্ববাজারে ভরা জোয়ার। তাই প্রতিযোগিতার বাজারে নিজেদের টিকিয়ে রাখতে নয়া পদক্ষেপ গ্রহণ করল নোকিয়া।  প্রথমবারের মতো নিজেদের লোগো পালটে ফেলল নোকিয়া।

রবিবার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ -র মঞ্চে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে তাদের নতুন লোগোর কথা। আগে নীল রঙের যে লোগোটি ব্যবহার করত নোকিয়া, তা এবার সরিয়ে নেওয়া হয়েছে সংস্থার তরফে। নতুন লোগোটিতে দেখা যাচ্ছে, পাঁচটি আলাদা আলাদা আকার মিলে তৈরি হচ্ছে নোকিয়া শব্দটি।

নোকিয়ার চিফ এগজিকিউটিভ পেক্কা লান্ডমার্ক জানিয়েছেন, এখন নোকিয়া একটি বিজনেস টেকনোলজি সংস্থা। আর সেই নতুন ধারণাকে ছড়িয়ে দিতেই নতুন লোগোর ব্যবহার।

নয়া লোগোয় একগুচ্ছ রং ব্যবহার করা হয়েছে। ‘NOKIA’ লেখার স্টাইলও পরিবর্তিত হয়েছে। হাতের পরিবর্তে একটা বন্ধনের মতো তৈরি করেছে নোকিয়া।

স্মার্টফোন আসার আগে মোবাইলের দুনিয়া কার্যত শাসন করত নোকিয়া। তবে অ্যান্ড্রয়েড এসে সেই রাজত্ব ছিনিয়ে নেয় নোকিয়ার হাত থেকে। উইনডোজ ফোন এনেও বাজারে টিকে থাকতে পারেনি সংস্থাটি। একটা সময় বাজার থেকে উধাওই হয়ে যায় সংস্থাটি।

 পরে এইচএমডি গ্লোবালের হাত ধরে ফের কামব্যাক করে সংস্থাটি। কি-প্যাড-যুক্ত ফিচার্স ফোনের সঙ্গেই অ্যান্ড্রয়েড ফোনের হাত ধরে মার্কেট ধরার চেষ্টা করছে ব্র্যান্ডটি। তবে সেই ৬০ বছরের সেই নস্টালজিয়ায় এবার ছেদ পড়ল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৬০ বছর পর লোগো পরিবর্তন করল নোকিয়া

আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: মাঝে কেটে গিয়েছে ৬০ বছর। প্রযুক্তি ক্ষেত্রে এখন বিশ্ববাজারে ভরা জোয়ার। তাই প্রতিযোগিতার বাজারে নিজেদের টিকিয়ে রাখতে নয়া পদক্ষেপ গ্রহণ করল নোকিয়া।  প্রথমবারের মতো নিজেদের লোগো পালটে ফেলল নোকিয়া।

রবিবার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ -র মঞ্চে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে তাদের নতুন লোগোর কথা। আগে নীল রঙের যে লোগোটি ব্যবহার করত নোকিয়া, তা এবার সরিয়ে নেওয়া হয়েছে সংস্থার তরফে। নতুন লোগোটিতে দেখা যাচ্ছে, পাঁচটি আলাদা আলাদা আকার মিলে তৈরি হচ্ছে নোকিয়া শব্দটি।

নোকিয়ার চিফ এগজিকিউটিভ পেক্কা লান্ডমার্ক জানিয়েছেন, এখন নোকিয়া একটি বিজনেস টেকনোলজি সংস্থা। আর সেই নতুন ধারণাকে ছড়িয়ে দিতেই নতুন লোগোর ব্যবহার।

নয়া লোগোয় একগুচ্ছ রং ব্যবহার করা হয়েছে। ‘NOKIA’ লেখার স্টাইলও পরিবর্তিত হয়েছে। হাতের পরিবর্তে একটা বন্ধনের মতো তৈরি করেছে নোকিয়া।

স্মার্টফোন আসার আগে মোবাইলের দুনিয়া কার্যত শাসন করত নোকিয়া। তবে অ্যান্ড্রয়েড এসে সেই রাজত্ব ছিনিয়ে নেয় নোকিয়ার হাত থেকে। উইনডোজ ফোন এনেও বাজারে টিকে থাকতে পারেনি সংস্থাটি। একটা সময় বাজার থেকে উধাওই হয়ে যায় সংস্থাটি।

 পরে এইচএমডি গ্লোবালের হাত ধরে ফের কামব্যাক করে সংস্থাটি। কি-প্যাড-যুক্ত ফিচার্স ফোনের সঙ্গেই অ্যান্ড্রয়েড ফোনের হাত ধরে মার্কেট ধরার চেষ্টা করছে ব্র্যান্ডটি। তবে সেই ৬০ বছরের সেই নস্টালজিয়ায় এবার ছেদ পড়ল।