০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভীড় সামাল দিতে উত্তরবঙ্গগামী পুজো স্পেশাল ট্রেন

মারুফা খাতুন
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
  • / 61

পুবের কলম প্রতিবেদক : আসন্ন শারদোৎসব, দীপাবলি এবং ছট পার্বণ উপ কেন্দ্র এর সময় যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে কলকাতা ও নিউ জলপাইগুড়ি এবং কলকাতা ও লালকুঁয়ার মাঝে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর।

রেল দফতর সুত্রের খবর, উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতেই পুর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানোর দিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য অতিরিক্ত ৩৬,৫৬০টি বার্থের সুবিধা দেবে।

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

জানা গিয়েছে, পুর্ব রেলের কলকাতা স্টেশন থেকে দূটি পুজো স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ০৩১২৯ কলকাতা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল ট্রেন। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন রুটে মোট ১০টি ট্রিপে যাত্রী পরিষেবা দেবে।

আরও পড়ুন: এবার উত্তরবঙ্গ থেকে দিঘা সরাসরি ভলভো বাস

যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং বাতানুকূল কোচ থাকবে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ BJP: দূরবিন দিয়েও খোঁজ পাওয়া যাচ্ছে না

অন্যদিকে শালিমার থেকে অসমের রাঙাপাড়া পর্যন্ত পুজো স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। আগামী ১৯সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার এই ট্রেন যাত্রী পরিষেবা দেবে। যাত্রাপথে ট্রেনটি সাঁতরাগাছি জংশন, ডানকুনি, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোকড়াঝাড় হয়ে রাঙাপাড়া পৌঁছাবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভীড় সামাল দিতে উত্তরবঙ্গগামী পুজো স্পেশাল ট্রেন

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

পুবের কলম প্রতিবেদক : আসন্ন শারদোৎসব, দীপাবলি এবং ছট পার্বণ উপ কেন্দ্র এর সময় যাত্রীদের বিপুল ভিড় সামাল দিতে কলকাতা ও নিউ জলপাইগুড়ি এবং কলকাতা ও লালকুঁয়ার মাঝে পুজো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর।

রেল দফতর সুত্রের খবর, উৎসবের সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতেই পুর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানোর দিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য অতিরিক্ত ৩৬,৫৬০টি বার্থের সুবিধা দেবে।

আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

জানা গিয়েছে, পুর্ব রেলের কলকাতা স্টেশন থেকে দূটি পুজো স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ০৩১২৯ কলকাতা-নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল ট্রেন। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত আপ এবং ডাউন রুটে মোট ১০টি ট্রিপে যাত্রী পরিষেবা দেবে।

আরও পড়ুন: এবার উত্তরবঙ্গ থেকে দিঘা সরাসরি ভলভো বাস

যাত্রাপথে ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড, মালদা টাউন, বারসোই, কিষাণগঞ্জ এবং আলুয়াবাড়ি রোড স্টেশনে উভয় দিকে থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং বাতানুকূল কোচ থাকবে।

আরও পড়ুন: উত্তরবঙ্গ BJP: দূরবিন দিয়েও খোঁজ পাওয়া যাচ্ছে না

অন্যদিকে শালিমার থেকে অসমের রাঙাপাড়া পর্যন্ত পুজো স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। আগামী ১৯সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতি শুক্রবার এই ট্রেন যাত্রী পরিষেবা দেবে। যাত্রাপথে ট্রেনটি সাঁতরাগাছি জংশন, ডানকুনি, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কোকড়াঝাড় হয়ে রাঙাপাড়া পৌঁছাবে।