১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জিএসটির আওতায় জোম্যাটোকে ৪০১ কোটি টাকার নোটিস

সামিমা এহসানা
  • আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • / 12

পুবের কলম ওয়েব ডেস্ক: অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটোকে নোটিশ ধরালো ডিরক্টরেট জেনারেল অফ জিএসটি। নোটিশে বলা হয়েছে, ৪০১ কোটি টাকার ট্যাক্স বাকি রয়েছে তাদের। একই নোটিশ ধরানো হয়েছে সুইগিকেও। বলা হয়েছে, তারা খাবার ডেলিভারি করে, অতএব ১৮ শতাংশ জিএসটি দিতে হবে তাদেরকে। সেই ট্যাক্স তারা জমা দেয়নি।

জ্যোম্যাটো তাদের জবাবে বলেছে, করের টাকা দিতে দায়বদ্ধ নয় তারা। তাদের মতে, গ্রাহকদের কাছ থেকে ডেলিভারি চার্জ বাবদ যে টাকা নেওয়া হয়, তা কোম্পানির কাছে আসে না। সেই টাকা ডেলিভারি পার্টনাররা পায়। অতএব তারা করের টাকা জমা করাবে না। আইনি পথেও হাঁটতে প্রস্তুত জ্যোম্যাটো।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জিএসটির আওতায় জোম্যাটোকে ৪০১ কোটি টাকার নোটিস

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটোকে নোটিশ ধরালো ডিরক্টরেট জেনারেল অফ জিএসটি। নোটিশে বলা হয়েছে, ৪০১ কোটি টাকার ট্যাক্স বাকি রয়েছে তাদের। একই নোটিশ ধরানো হয়েছে সুইগিকেও। বলা হয়েছে, তারা খাবার ডেলিভারি করে, অতএব ১৮ শতাংশ জিএসটি দিতে হবে তাদেরকে। সেই ট্যাক্স তারা জমা দেয়নি।

জ্যোম্যাটো তাদের জবাবে বলেছে, করের টাকা দিতে দায়বদ্ধ নয় তারা। তাদের মতে, গ্রাহকদের কাছ থেকে ডেলিভারি চার্জ বাবদ যে টাকা নেওয়া হয়, তা কোম্পানির কাছে আসে না। সেই টাকা ডেলিভারি পার্টনাররা পায়। অতএব তারা করের টাকা জমা করাবে না। আইনি পথেও হাঁটতে প্রস্তুত জ্যোম্যাটো।