০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কালিয়াগঞ্জে মৃত নাবালিকার বাবা

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 9

সুমিত দে: কালিয়াগঞ্জের ধর্ষণ খুন কাণ্ডে এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কালিয়াগঞ্জের মৃত নাবালিকার বাবা। ঘটনায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। গত সপ্তাহে ধর্ষণ করে খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা কালিয়াগঞ্জ চত্বর। পুলিশ মৃতার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার  ভাইরাল  ভিডিয়ো ঘিরে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি।

এই ঘটনায় রবিবারই কালিয়াগঞ্জে যায় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপিসিআর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। যা নিয়ে, একের পর এক টুইটে আক্রমণ শানানো হয় রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের তরফে। কালিয়াগঞ্জে যান জাতীয় তফশিলি কমিশনের ভাইস প্রেসিডেন্ট অরুণ হালদারও। পুলিশ সাংবাদিক বৈঠকে বিষক্রিয়ায় মৃত্যুর কথা বললেও, রবিবারই মৃতার পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি তোলে।

সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলাও।  এর পাশাপাশি, মৃত নাবালিকার পরিবারকে নিরাপত্তা দেওয়ার আবেদনও জানিয়েছেন মামলাকারী আইনজীবী। এবার এই ঘটনা রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কালিয়াগঞ্জে মৃত নাবালিকার বাবা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার

সুমিত দে: কালিয়াগঞ্জের ধর্ষণ খুন কাণ্ডে এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কালিয়াগঞ্জের মৃত নাবালিকার বাবা। ঘটনায় মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। গত সপ্তাহে ধর্ষণ করে খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা কালিয়াগঞ্জ চত্বর। পুলিশ মৃতার দেহ টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার  ভাইরাল  ভিডিয়ো ঘিরে তোলপাড় হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি।

এই ঘটনায় রবিবারই কালিয়াগঞ্জে যায় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপিসিআর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। যা নিয়ে, একের পর এক টুইটে আক্রমণ শানানো হয় রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের তরফে। কালিয়াগঞ্জে যান জাতীয় তফশিলি কমিশনের ভাইস প্রেসিডেন্ট অরুণ হালদারও। পুলিশ সাংবাদিক বৈঠকে বিষক্রিয়ায় মৃত্যুর কথা বললেও, রবিবারই মৃতার পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি তোলে।

সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলাও।  এর পাশাপাশি, মৃত নাবালিকার পরিবারকে নিরাপত্তা দেওয়ার আবেদনও জানিয়েছেন মামলাকারী আইনজীবী। এবার এই ঘটনা রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।