এবার এনআরসি নোটিশ কোচবিহারের মোমিনা বিবিকে
- আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 338
পুবের কলম ওয়েবডেস্ক : বর্তমানে এনআরসি সংক্রান্ত ঝামেলা নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ। আর এবার এনআরসি সংক্রান্ত নোটিশ পাঠনো হল মোমিনা বিবি নামে কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দাকে। এর আগে কোচবিহারের উত্তমকুমার ব্রজবাসী, আলিপুরদুয়ারের অঞ্জলি শীল-কে এই এনআরসি নোটিশ পাঠনো হয়েছিল।
গত বুধবার তাঁর বাড়িতে পুলিশ নিজে গিয়ে নোটিস দিয়ে এসেছে। এমনকি হাজিরার জন্য অসমের ধুবড়িতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। কার্যত নোটিশ পেয়ে যথেষ্ট আতঙ্কিত বছর আটান্নর মোমিনা বিবি। ওনার সঙ্গে কথা বলে জানা গেছে যে, তিনি বরাবরই কোচবিহারেই ভোট দিয়ে এসেছেন।
তারপরেও অসম ফরেন ট্রাইব্যুনাল কেন তাকে নোটিশ পাঠিয়েছে তা তিনি কিছুতেই ভেবে উঠতে পারছেন না। তিনি জানান যে, তার দিশেহারা মনে হচ্ছে সবদিকেই। মোমিনা বিবি দীর্ঘদিন ধরে কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। যদিও তার জন্ম এবং বিয়ে দুইই আসামে। ১৮ বছর আগে বিয়ে হয় তার।
তাঁর স্বামী এখানে জমি কিনে বাড়ি করেছিলেন। তার পর থেকেই দুই ছেলে, পুত্রবধূদের নিয়ে এই বাড়িতে থাকেন মোমিনা বিবি। তিনি আরও জানিয়েছেন, এর আগেও তার কাছে দুবার নোটিশ এসেছিল।
কিন্তু এবার অসম থেকে এনআরসি নোটিস পাঠানো হল তাকে। মোমিনা বিবির কথায়, ওনার আধার কার্ড, ভোটার কার্ড সবই এখানকার। এখানেই বরাবর ভোট দিয়ে এসেছেন উনি। অসমে একবারও ভোট দেননি। তা সত্বেও এইগুলো কেন হচ্ছে।


















































