০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব মেদিনীপুরের একাধিক থানার ওসি বদল, গুঞ্জন

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার
  • / 64

পুবের কলম প্রতিবেদক, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার  একাধিক থানায় প্রশাসনিক স্তরে রদবদল। মারিশদা থানার ওসি  বদল নিয়ে নতুন জল্পনা। জেলার রাজনৈতিক মহলের ধারণা,  একাধিকবার দুর্ঘটনার কবলে বিরোধী দল নেতার গাড়ি। তাই  কি মারিশদা থানার ওসি বদল? না, শুধু মারিশদা থানা নয়,  বদল হয়েছে একাধিক থানার ওসি। মারিশদা থানা থেকে ওসি রাজু কুণ্ডুকে সরিয়ে পাঠানো হয়েছে পটাশপুরে। সেখানেও তিনি ওসি পদেই কর্মরত।

 

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে একাধিক থানায় অফিসার রদবদল

মারিশদায় পাঠানো হয়েছে কাঁথি থানার এসআই সৌমেন গুহকে। ওসি পটাসপুর দীপক চক্রবর্তীকে পাঠানো হয়েছে দিঘা মোহনা থানায়। ওসি দিঘা মোহনা অমিত  দেব খেজুরি থানার দায়িত্বে এসেছেন। তিনি এখানে ওসি পদে কর্মরত। খেজুরি থানার ওসি কামের হাসিদকে কাঁথি থানায় পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ১১টা নাগাদ একটি বদলি নির্দেশিকা পাওয়া গিয়েছে জেলা পুলিশ সূত্রে।

আরও পড়ুন: পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ বিচারপতি, বিজেপি নেতা খুনের মামলায় জবাব চাইলো হাইকোর্ট

 

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, মারিশদা থানার বেতালিয়াতে বিকেল ৪টে ১৫ নাগাদ বিরোধী দলনেতা কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগেই এই থানা এলাকায় রথের দিন দুরমুঠের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি ট্রাক মুখোমুখি চলে আসে।  শুভেন্দুর কনভয়ে থাকা শেষ গাড়িটার সঙ্গে ধাক্কা লেগে যায়। তবে সেই গাড়িতে ছিলেন না বিরোধী দলনেতা।

 

ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ওই এলাকার থানার ওসি বদল ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে। একাংশের মতে, বার বার বিরোধী দলনেতার গাড়ি  এভাবে দুর্ঘটনার মুখে পড়ার ফলেই কি ওসি বদল হল? তবে পূর্ব  মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ ফোনে জানিয়েছেন, এটি রুটিন মাফিক বদল। এতে কোনও অস্বাভাবিকত্ব নেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পূর্ব মেদিনীপুরের একাধিক থানার ওসি বদল, গুঞ্জন

আপডেট : ২৪ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার  একাধিক থানায় প্রশাসনিক স্তরে রদবদল। মারিশদা থানার ওসি  বদল নিয়ে নতুন জল্পনা। জেলার রাজনৈতিক মহলের ধারণা,  একাধিকবার দুর্ঘটনার কবলে বিরোধী দল নেতার গাড়ি। তাই  কি মারিশদা থানার ওসি বদল? না, শুধু মারিশদা থানা নয়,  বদল হয়েছে একাধিক থানার ওসি। মারিশদা থানা থেকে ওসি রাজু কুণ্ডুকে সরিয়ে পাঠানো হয়েছে পটাশপুরে। সেখানেও তিনি ওসি পদেই কর্মরত।

 

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুরে একাধিক থানায় অফিসার রদবদল

মারিশদায় পাঠানো হয়েছে কাঁথি থানার এসআই সৌমেন গুহকে। ওসি পটাসপুর দীপক চক্রবর্তীকে পাঠানো হয়েছে দিঘা মোহনা থানায়। ওসি দিঘা মোহনা অমিত  দেব খেজুরি থানার দায়িত্বে এসেছেন। তিনি এখানে ওসি পদে কর্মরত। খেজুরি থানার ওসি কামের হাসিদকে কাঁথি থানায় পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ১১টা নাগাদ একটি বদলি নির্দেশিকা পাওয়া গিয়েছে জেলা পুলিশ সূত্রে।

আরও পড়ুন: পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ বিচারপতি, বিজেপি নেতা খুনের মামলায় জবাব চাইলো হাইকোর্ট

 

আরও পড়ুন: প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনির ফলাফল, পরিবর্তন মেধাতালিকায়

এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ্য, মারিশদা থানার বেতালিয়াতে বিকেল ৪টে ১৫ নাগাদ বিরোধী দলনেতা কাঁথি থেকে কলকাতা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগেই এই থানা এলাকায় রথের দিন দুরমুঠের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। একটি ট্রাক মুখোমুখি চলে আসে।  শুভেন্দুর কনভয়ে থাকা শেষ গাড়িটার সঙ্গে ধাক্কা লেগে যায়। তবে সেই গাড়িতে ছিলেন না বিরোধী দলনেতা।

 

ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই ওই এলাকার থানার ওসি বদল ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে। একাংশের মতে, বার বার বিরোধী দলনেতার গাড়ি  এভাবে দুর্ঘটনার মুখে পড়ার ফলেই কি ওসি বদল হল? তবে পূর্ব  মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ ফোনে জানিয়েছেন, এটি রুটিন মাফিক বদল। এতে কোনও অস্বাভাবিকত্ব নেই।