পুলিশ পদক পাচ্ছেন কড়েয়া থানার ওসি

- আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
- / 14
মুহাম্মদ ফিরোজ, কলকাতা: কর্মজীবনে ভাল কাজের জন্য প্রতিবছরের ন্যায় এবছর পুলিশ কর্মীদের পদক দেবে সরকার।এজন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে সমস্ত বাহিনীর সেরা অফিসার, পুলিশ কর্মীদের নাম প্রকাশ করেছে কেন্দ্র সরকার। আজ প্রজাতন্ত্র দিবসের দিন এই পদক প্রদান করা হবে বিভিন্ন রাজ্যে কর্তব্যরত পুলিশ কর্মীদের।
তালিকায় দেখা যাচ্ছে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি(পিএমজি)পাচ্ছেন ১৪০ জন, প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)পাচ্ছেন ৯৩ জন।প্রথম তালিকায় এ রাজ্য থেকে একজনও না থাকলেও প্রেসিডেন্ট মেডেল পাচ্ছেন দুজন। তাঁদের মধ্যে এডিজি জাভেদ শামিম (হেড কোয়ার্টার)এবং এএসআই শিবপ্রসাদ মুখোপাধ্যায় আছেন।
এছাড়া পুলিশ মেডেল ফর মেরিটোরিয়ায় সার্ভিস (পিএম) ৬৬৮ জন পাচ্ছেন।তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নাম থাকছে মাত্র ২০ জনের। সেই তালিকায় যেমন আইজি সুনীল কুমার চৌধুরী, এসিপি ধীরেন্দ্র সিং আছেন তেমন আছেন কলকাতা ও রাজ্য পুলীসের বেশ কয়েকজন ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টবেল প্রমুখ।
কলকাতা পুলিশের বিভিন্ন থানার ওসিদের মধ্যে তালিকায় জায়গা পেয়েছেন একমাত্র কড়েয়া থানার ওসি স্বরূপকান্তি পাহাড়ী।তিনি এর আগে কলকাতা লেদার কমপ্লেক্স থানায় টানা চার বছর কর্মরত ছিলেন ওসি হিসাবে। কোভিডের সময় বানতলা চর্মনগরীর পরিযায়ী শ্রমিকদের খাওয়ার ব্যবস্থা, ভিন রাজ্যে ফেরানোর ব্যবস্থা করেছিলেন তিনি। কর্মজীবনে বারবার আদিবাসী মানুষদের পাশে দাঁড়িয়েছেন সবরকম সাহায্য নিয়ে। এর আগে ২০১১ সালে তিনি বাম জমানায় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্যের কাছ থেকে সেবা পদক এবং ২০১৫ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরে কাছ থেকে মুখ্যমন্ত্রীর প্রশংসা পদক পেয়েছেন স্বরুপকান্তি।