ছাত্রীর আত্মাহুতির ঘটনায় বিজেপিকে আক্রমণ তৃণমূলের
গায়ে আগুন দিয়ে ক্যাম্পাসেই ছুটছেন ছাত্রী, হাড়হিম ঘটনার স্বাক্ষী ওড়িশা

- আপডেট : ১৩ জুলাই ২০২৫, রবিবার
- / 208
পুবের কলম,ওয়েবডেস্ক: গায়ে আগুন দিয়ে ক্যাম্পাসেই ছুটছেন ছাত্রী। হাড়হিম ঘটনার স্বাক্ষী থাকল ওড়িশা। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই ওই ছাত্রীকে ভুবনেশ্বর এইমস ভর্তি করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত ওড়িশার বালেশ্বরের ফকিরমোহন কলেজের ঘটনা।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার কলেজের সামনেই গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগায় ওই ছাত্রী। দীর্ঘদিন ধরে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ জানাচ্ছিলেন তিনি। এমনকি কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ পর্যন্ত জানিয়েছেন। তবে কাজের কাজ কিছু হয়নি। উল্টে বাড়তে থাকে নির্যাতন। আর এবার এই ঘটনায় বিজেপিকে নিশানা তৃণমূলের। কেন্দ্রের ‘বেটি বচাও’ প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে সংশ্লিষ্ট দলটি।
দলের তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে, ঘটনার পরিপ্রেক্ষিতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝির নীরবতা ও প্রধানমন্ত্রীর কোনও প্রতিক্রিয়া না জানানোর ঘটনা ‘লজ্জাজনক’। ‘‘বেটি বচাও, বেটি পড়াও’’ প্রকল্প কার্যত এক ভাঁওতা হয়ে দাঁড়িয়েছে।
Different day, different victim — same rot under @BJP4India’s watch.
In Balasore, Odisha, a student was forced to set herself ablaze after her HOD demanded sexual favours and threatened to ruin her future. She is battling with 95% burns. A fellow student who tried to save her… pic.twitter.com/4g7FBjPtsN
— All India Trinamool Congress (@AITCofficial) July 13, 2025
পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় প্রতিবাদস্বরুপ নিজের গায়ে আগুন লাগিয়ে দেন তিনি। এদিকে ছাত্রীটিকে বাঁচাতে গিয়ে আরও একজন ছাত্রীও আগুনে পুড়ে যায় এবং দুজনকেই জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ছাত্রীটিকে উন্নত চিকিৎসার জন্য ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) -এ রেফার করা হয়। এই ঘটনায় ছাত্রীটির ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গিয়েছে। তরুণীর অবস্থা আশঙ্কাজনক।