২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝাড়খান্ডে গরু পাচারকারী সন্দেহে বৃদ্ধকে মারধর, অভিযোগ দায়ের

আবুল খায়ের
  • আপডেট : ১৯ মে ২০২৪, রবিবার
  • / 21

পুবের কলম, ওয়েব ডেস্কঃ গরু পাচারকারী সন্দেহে বছর ষাটের এক বৃদ্ধকে মারধর করে বাইকের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খান্ডের গাড়োয়া জেলায়। জানা গেছে, শুক্রবার বিকেলে সুরস্বতী রাম নামে বছর ষাটের এক বৃদ্ধ তার গবাদি পশু নিয়ে বংশীধর নগর উন্টারির দিকে যাচ্ছিলেন। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে আমরোরা গ্রামের কাছে।

 

বংশীধর নগর উন্টারি মহকুমা পুলিশ অফিসার সত্যেন্দ্র নারায়ণ সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়ে একটি এফআইআর দায়ের হয়েছে। আক্রান্ত রামের অভিযোগ থেকে জানা গেছে, রাহুল দুবে, রাজেশ দুবে এবং কাশিনাথ ভুঁইয়া নামে তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে তারা রাস্তা আটকায়। তারপর তারা বৃদ্ধকে গরুপাচারকারী বলে অভিযোগ করে নিগ্রহ শুরু করে। অভিযোগকারী আরও জানিয়েছেন যে, অভিযুক্তরা তাকে বাইকের সঙ্গে বেঁধে টেনে নিয়ে গিয়েকিছু দূরে ফেলে রেখে পালায়।

 

আহত সুরস্বতী রাম বর্তমানে বংশীধর নগর উন্টারি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে অভিযুক্ত কাশিনাথ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঝাড়খান্ডে গরু পাচারকারী সন্দেহে বৃদ্ধকে মারধর, অভিযোগ দায়ের

আপডেট : ১৯ মে ২০২৪, রবিবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ গরু পাচারকারী সন্দেহে বছর ষাটের এক বৃদ্ধকে মারধর করে বাইকের সঙ্গে বেঁধে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঝাড়খান্ডের গাড়োয়া জেলায়। জানা গেছে, শুক্রবার বিকেলে সুরস্বতী রাম নামে বছর ষাটের এক বৃদ্ধ তার গবাদি পশু নিয়ে বংশীধর নগর উন্টারির দিকে যাচ্ছিলেন। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে ২৭৫ কিলোমিটার দূরে আমরোরা গ্রামের কাছে।

 

বংশীধর নগর উন্টারি মহকুমা পুলিশ অফিসার সত্যেন্দ্র নারায়ণ সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই বিষয়ে একটি এফআইআর দায়ের হয়েছে। আক্রান্ত রামের অভিযোগ থেকে জানা গেছে, রাহুল দুবে, রাজেশ দুবে এবং কাশিনাথ ভুঁইয়া নামে তিন ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে তারা রাস্তা আটকায়। তারপর তারা বৃদ্ধকে গরুপাচারকারী বলে অভিযোগ করে নিগ্রহ শুরু করে। অভিযোগকারী আরও জানিয়েছেন যে, অভিযুক্তরা তাকে বাইকের সঙ্গে বেঁধে টেনে নিয়ে গিয়েকিছু দূরে ফেলে রেখে পালায়।

 

আহত সুরস্বতী রাম বর্তমানে বংশীধর নগর উন্টারি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে অভিযুক্ত কাশিনাথ ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।