ধুমধামে বন্ধু আনিসের সঙ্গে বিয়ে হল ওম বিড়লা কন্যা অঞ্জলির
- আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, বুধবার
- / 93
পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা স্পিকার ওম বিড়লার মেয়ে অঞ্জলি বিড়লার বিয়ে হল মুসলিম পাত্রের সঙ্গে। আনিস রাজনী রাজস্থানের প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের ছেলে। সাত পাকে বিয়ে করেছেন আনিস। তবে ধর্ম বলদে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা তা কোনো সূত্রেই সামনে আসেনি। রাজস্থানের কোটা শহরে মহাধুমধামে মুসলিম পাত্রের সঙ্গে বিয়ে হয় লোকসভার স্পিকারে আইএএস কন্যার। আনিস রাজস্থানের ব্যবসায়ী পরিবারের ছেলে। তিনি আঁহোলির পুরোনো বন্ধু বলেও জানা গিয়েছে। মঙ্গলবার রাতে কোটা শহরে চম্বল নদীর তীরের জিএমএ টাউনশিপে হয় এই বিয়ে।
অঞ্জলি এবং আনিসের বিয়ের একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে দুজনকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে। আনিসের সঙ্গে যে অঞ্জলীর প্রেমের সঙ্গে ছিল তা আর ভেঙে বলার দরকার নেই। বিজেপি লোকজন এমন প্রেমকে প্রায় এক দশক ধরে লাভ জিহাদ বলছে। স্বাভাবিক কারণে গেরুয়া শিবিরের অনেকেই আড়ালে আবডালে বলতে শুরু করেছেন তাদের ঘরেই যদি এমন লাভ জিহাদ হয়, তাহলে বাইরে লোকজনকে কি বলা যাবে! এই অনুষ্ঠানে অঞ্জলির পরনে ছিল ল্যাভেন্ডার রঙের একটি গাউন। আনিস পড়েছিলেন ট্রাডিশনাল গ্রিন কুর্তা-পাজামা ।
বুধবার কোটা শহরে চলে আশীর্বাদ অনুষ্ঠান। যেখানে রাজস্থান এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা-নেত্রী, প্রশাসনিক এবং ব্যবসায়ী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রী উপস্থিত ছিলেন।
বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শাহ নওয়াজ হুসেনের স্ত্রী হিন্দু। লালকৃষ্ণ আদবানির দুই ভাইজি বিয়ে করেছিলেন মুসলিমকে । সেই বিয়ে নিয়ে তখন মিডিয়ায় ব্যাপক হইচই হয়েছিল। এক সময়ের কট্টোর ভিএইচপি নেতা প্রবীণ তোগাড়িয়ার ভাইজি বিয়ে করেছিলেন মুসলিম পাত্রকে। তবে তখন এমন বিয়েকে বিজেপি কিংবা গেরুয়া শিবির কেউই ‘লাভ জিহাদ’ বলে গালাগালি শুরু করেনি। সোশ্যাল সাইটে অনেকে দাবি করেন, অমিত শাহের কন্যা ডলি শাহ নাকি মুসলিমকে বিয়ে করেছেন। তবে তা আদৌ সত্য কিনা তা পুবের কলম যাচাই করেননি। তাছাড়া ডলি শাহ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না। তিনি নিজেকে খানিকটা আড়ালে রাখেন।
বাবা লোকসভার স্পিকার। কিন্তু রাজনীতির পথ বেছে নেননি কন্যা অঞ্জলি। বরং তিনি নজর কেড়েছেন অন্য ভাবে। প্রথম বারের চেষ্টায় ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস আধিকারিক হয়েছেন ওম বিড়লার কনিষ্ঠ কন্যা অঞ্জলি বিড়লা। ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলেন অঞ্জলি। সেই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২০ সালের অগস্ট মাসে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস আধিকারিক হন বিড়লা-কন্যা। বর্তমানে রেল মন্ত্রকে আইএএস আধিকারিক হিসাবে চাকরি করেন অঞ্জলি।
অঞ্জলির সাফল্যের খবর জানাজানি হতেই বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। নেটাগরিকদের একাংশ দাবি করেন যে, ইউপিএসসি দেওয়ার সময় কোনও পরীক্ষায় বসেননি তিনি। বাবার কারণে বিনা পরীক্ষায় আইএএস হয়েছেন অঞ্জলি। কটাক্ষের প্রতিবাদ করেন অঞ্জলি। অন্যান্য পরীক্ষার্থীর মতো তিনিও পরীক্ষার সমস্ত নিয়মকানুন মেনেছেন বলে দাবি করেন বিড়লার কনিষ্ঠ কন্যা।






























