২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বড়দিনের প্রাক্কালে দিঘা যাওয়ার পথে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৯ জন যাত্রী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 25

আইভি আদক, হাওড়া: বড়দিনের প্রাক্কালে দুর্ঘটনা। দিঘা যাওয়ার পথে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী স্করপিও গাড়ি। জখম গাড়িতে থাকা ৯ জন যাত্রী। আহত হয়েছেন চালক।

আরও পড়ুন: উত্তরের ৬ জেলা থেকে দিঘা ভলভো বাস ভাড়ায় বিশেষ ছাড়

শনিবার সকালে ঘটনাটি ঘটে ষোলো নম্বর জাতীয় সড়কের ধূলাগড় ফ্লাইওভারের কাছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে আসেন ধূলাগড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। যাত্রীদের উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়। উল্টে যাওয়া গাড়িটিকে ব্রেকডাউন ভ্যান নিয়ে এসে উদ্ধার করা হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন: digha jagannath dham: মহাযজ্ঞে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী, বুধে দ্বারোদ্ঘাটন

বড়দিনের প্রাক্কালে দিঘা যাওয়ার পথে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৯ জন যাত্রী

আরও পড়ুন: digha jagannath dham: ‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

জানা গেছে, কলকাতা থেকে দীঘা যাচ্ছিলেন এরা। একটি সাদা রঙের স্করপিও গাড়িতে ছিলেন চালক সহ মোট ৯ জন। স্বপন ঘোষ নামের এক যাত্রী জানান, ধূলাগড় ফ্লাইওভারের কাছে সামনে থাকা একটি টেম্পো গাড়ি থেকে কোনওভাবে প্লাস্টিকের বালতি উড়ে এসে পড়ে স্করপিও গাড়ির উইন্ড স্ক্রিনে। এটা এড়াতে আচমকাই স্টিয়ারিং জোরে কাটাতে গিয়ে উল্টে যায় স্করপিও গাড়িটি। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির গতি কম থাকায় যাত্রীরা সকলেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বড়দিনের প্রাক্কালে দিঘা যাওয়ার পথে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৯ জন যাত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার

আইভি আদক, হাওড়া: বড়দিনের প্রাক্কালে দুর্ঘটনা। দিঘা যাওয়ার পথে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী স্করপিও গাড়ি। জখম গাড়িতে থাকা ৯ জন যাত্রী। আহত হয়েছেন চালক।

আরও পড়ুন: উত্তরের ৬ জেলা থেকে দিঘা ভলভো বাস ভাড়ায় বিশেষ ছাড়

শনিবার সকালে ঘটনাটি ঘটে ষোলো নম্বর জাতীয় সড়কের ধূলাগড় ফ্লাইওভারের কাছে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে আসেন ধূলাগড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা। যাত্রীদের উদ্ধার করে একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়। উল্টে যাওয়া গাড়িটিকে ব্রেকডাউন ভ্যান নিয়ে এসে উদ্ধার করা হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হয়।

আরও পড়ুন: digha jagannath dham: মহাযজ্ঞে পূর্ণাহুতি দিলেন মুখ্যমন্ত্রী, বুধে দ্বারোদ্ঘাটন

বড়দিনের প্রাক্কালে দিঘা যাওয়ার পথে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৯ জন যাত্রী

আরও পড়ুন: digha jagannath dham: ‘অধ্যাত্মবাদ এবং সম্প্রীতি’-র মিলন দিঘার মন্দির বললেন মুখ্যমন্ত্রী

জানা গেছে, কলকাতা থেকে দীঘা যাচ্ছিলেন এরা। একটি সাদা রঙের স্করপিও গাড়িতে ছিলেন চালক সহ মোট ৯ জন। স্বপন ঘোষ নামের এক যাত্রী জানান, ধূলাগড় ফ্লাইওভারের কাছে সামনে থাকা একটি টেম্পো গাড়ি থেকে কোনওভাবে প্লাস্টিকের বালতি উড়ে এসে পড়ে স্করপিও গাড়ির উইন্ড স্ক্রিনে। এটা এড়াতে আচমকাই স্টিয়ারিং জোরে কাটাতে গিয়ে উল্টে যায় স্করপিও গাড়িটি। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ির গতি কম থাকায় যাত্রীরা সকলেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।