‘পহেলগাঁওয়ের ঘটনা এড়ানো যায় না’, Jammu and Kashmir Statehood ইস্যুতে বলল সুপ্রিম কোর্ট

- আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 20
পুবের কলম,ওয়েবডেস্ক: বাস্তাবকে এড়ানো যাবে না। Jammu and Kashmir Statehood ইস্যুতে উঠে এল পহেলগাঁও কাণ্ড (Pahalgam attack)। এদিন আদালত জানায়, বাস্তব দিকটাও বিবেচনা করে দেখা প্রয়োজন। বলা বাহুল্য, কবে রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু-কাশ্মীর? সুপ্রিম কোর্টে উঠেছিল এই প্রশ্ন। আর সেই মামলার শুনানিতে শীর্ষ আদালত বলে, “পহেলগাঁও হামলার মতো ঘটনা এড়িয়ে যাওয়া যায় না।
জম্মু-কাশ্মীরের বাস্তব পরিস্থিতিকেও পর্যালোচনা করতে হবে।” সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। তখন আদালত এই মন্তব্য করে। জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে কেন্দ্রকে নোটিস দিয়ে আট সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বিস্তারিত আসছে………