গ্রামে ফিরতেই নিট পরীক্ষায় কৃতি রেজাউল্লাকে নিয়ে উৎসবের মেজাজে গ্রামবাসীরা

- আপডেট : ১৮ জুন ২০২৩, রবিবার
- / 7
কৌশিক সালুই, বীরভূম:– নিট পরীক্ষায় সাফল্যের সঙ্গে সর্বভারতীয় স্তরে নজর করা ফল করে উত্তীর্ণ হওয়া গ্রামের ছেলেকে হিরোর সংবর্ধনা দেওয়া হল স্থানীয়দের পক্ষ থেকে। সিউড়ির ছোটআলুন্দা গ্রামে নিজের বাড়িতে গত শনিবার দিল্লি থেকে ফিরেছেন মুহাম্মদ রেজাউল্লাহ। তার গ্রামে ফিরতেই ওই কৃতী ছাত্রকে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সকলেই। গ্রামবাসীদের আবদার মত ভবিষ্যতে এলাকার দুস্থ ও অসহায় মানুষদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ওই কৃতী পড়ুয়া।
রবিবার মুহাম্মদ রেজাউল্লাহর বাড়িতে সকালেই ভিড় করেন ছাত্র-ছাত্রী যুব সমাজ থেকে এলাকার মানুষজন। কারণ চিকিৎসক প্রবেশিকা পরীক্ষা নিটে সর্বভারতীয় স্তরে সাধারণ শ্রেণীতে ১৩৪ নম্বরে স্থান করে নিয়েছে তাদেরই গ্রামের ছেলে। পিছিয়ে পড়া সংখ্যালঘু ঐ গ্রামের প্রথম কোনো ছাত্র যে চিকিৎসক হতে চলেছে। তাই এদিন ভবিষ্যতের শুভ কামনা করে তার বাড়িতে দলবেঁধে হাজির হন গ্রামের লোকজন। সকলেই দাবি করতে থাকেন ভবিষ্যতে এলাকার ছাত্রছাত্রীরা যাতে তার মতো সাফল্য পায় তার জন্য তাকে রোল মডেল হতে হবে।
এছাড়াও চিকিৎসক হওয়ার পর এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা দিতে হবে। গ্রামবাসীদের এহেন আবদার হাসিমুখে মেনে নিয়েছে কৃতী রেজাউল্লাহ।
স্থানীয় ইটাগোরিয়া উচ্চ বিদ্যালয় স্কুলে পড়াশোনা করতো সেই স্কুল ও তাকে দিন কয়েকের মধ্যে তার অনন্য সাফল্যের জন্য সংবর্ধিত করবে বলে জানা গিয়েছে। তার এই নজরকাড়া ফলাফলে গর্বিত সকলেই। এই চিকিৎসক প্রবেশিকা পরীক্ষায় মোট ৭২০ নম্বরের মধ্যে ৭০৫ পেয়েছে রেজাউল্লাহ।
এছাড়াও সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭০ নাম্বার পেয়েছিল। স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ” আমরা রেজাউল্লাহর কৃতিত্বে গর্বিত। আমাদের এই পিছিয়ে পড়া এলাকায় যেভাবে প্রথম সাফল্যের সঙ্গে সর্বভারতীয় স্তরে ভালো রেজাল্ট করে নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমরা আশাবাদী এলাকার যারা ভালো ছেলে মেয়ে আছে ভবিষ্যতে যারা ভালো কিছু করতে চায় তাদের জন্য এই কৃতি পড়ুয়া আদর্শ হয়ে উঠবে এবং ওই কৃতী ছাত্র ভবিষ্যতে চিকিৎসক হয়ে এলাকার দুস্থ দরিদ্র মানুষের পাশে থাকবে”।
মুহাম্মদ রেজাউল্লা বলেন,” আমার সাফল্যে যেভাবে এলাকার মানুষ খুশি হয়েছে তাতে আমি খুব গর্বিত। একের পর এক মানুষজন এসে আমাকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। অবশ্যই আমি যাতে আমাদের এই পিছিয়ে পড়া এলাকার জন্য কিছু করতে পারি সেজন্য আমার সাধ্যমত চেষ্টা করব”।