বেআইনি নির্মাণ রুখতে এবার কড়া পদক্ষেপ পুরসভার, জানুন বিস্তারিত

- আপডেট : ২৮ মে ২০২৩, রবিবার
- / 19
পুবের কলম প্রতিবেদক: বেআইনি নির্মাণ রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। এবার থেকে বাড়ি নির্মাণে অনুমতি মিললেই তা জানাতে হবে বোরো চেয়ারম্যানকে। পুরসভা সেই বাড়ির তথ্য তুলে দেবে তাদের ওয়েবসাইটে। ওয়ার্ডের নাম, রাস্তার নাম, ঠিকানা সমস্ত কিছুই দেওয়া থাকবে। নাগরিকরা যে কেউ চাইলেই পুরসভার ওয়েবসাইট থেকে তা দেখতে পারবেন। শুক্রবার থেকেই চালু হলো এই পরিষেবা।
পুরসভার তরফে জানা গিয়েছে, ওয়েবসাইটে তথ্য তুলে দেওয়ার পাশাপাশি পুর প্রতিনিধিদের ফোনেও এসএমএস পাঠানো হবে। মেসেজে দেওয়া লিংকে প্রবেশ করলেই নতুন বাড়ির সম্পর্কিত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন কাউন্সিলাররা। ফলে কোথাও বেনিয়ম হলে সহজেই তা ধরা পড়বে।
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাহের মধ্যে তা রক্ষা করতে পেরেছি। যে কোন বেআইনি পরিষেবার রুখতে বদ্ধপরিকর কলকাতা পুরসভা।
প্রসঙ্গত, গত সপ্তাহে কলকাতা পুরসভার শেষ মাসিক অধিবেশনে একটি প্রস্তাব রেখেছিলেন ২৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা। তাঁর ছিল, বড়বাজার এলাকায় গত ১০-১৫ বছরে বেশ কিছু বেআইনি নির্মাণ হয়েছে। পুরসভার প্রাপ্ত গিফটেড রাস্তা না ছেড়েই তার ওপরেই বাড়ি নির্মাণ করা হয়েছে। সেই প্রসঙ্গে উত্তর দিতে উঠে মেয়র বিল্ডিং বিভাগকে পদক্ষেপে করার নির্দেশ দিয়েছিলেন। এদিন সেই পরিষেবারই উদ্বোধন হয়।
শুধু বরো চেয়ারম্যান বা কাউন্সিলার নয়, কোথায় কোন বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে, কতটা জমিতে সেই বাড়ি গড়ে উঠছে, ক’তলা বাড়ি হবে-সমস্ত বিস্তারিত তথ্য আমজনতাও জানতে পারবে। এলাকাবাসী নজর রাখতে পারবে। ফলে অনুমোদনের বাইরে গিয়ে সেখানে কোনও বেআইনি নির্মাণ হলে তা ধরা পড়বে। এতে আইনানুগ পদক্ষেপ নেবে পুরসভা।