০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিধাননগরে একের পর এক ভুয়ো কল সেন্টারের হদিশ, এবার পুলিশের জালে ১০

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 32

পুবের কলম প্রতিবেদক: বিধাননগর জুড়ে একের পর ভুয়ো কল সেন্টারের হদিশ। মাস কয়েকের অভিযানে রাজারহাট,  নিউ টাউন,  সল্টলেক, বাগুইআটি মিলিয়ে ডজন খানেক বেআইনি সেন্টারে তালা ঝুলিয়েছে পুলিশ। বিধাননগর কমিশনারেটের শীর্ষ স্তরের আধিকারিকরা বলছেন,  ভুয়ো সবকটি কল সেন্টারের অপরাধে চিত্র একই।

এ রাজ্যে বসে টেক সাপোর্টের নামে অসৎ অবলম্বনে বিদেশি নাগরিকদের খপ্পড়ে ফেলার কার্যক্রম চলত। আর প্রতারকদের টোপে কোনও নাগরিক পা বাড়ালেই, তাঁকে বিপুল অংকের টাকা মাশুল গুনতে হত।

আরও পড়ুন: কলকাতা ও বিধাননগরে হুক্কা বার বন্ধ করা যাবে না, জানালো হাইকোর্ট

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে,  এক্ষেত্রে আমেরিকা, অস্ট্রেলিয়া,  জার্মানি,  কানাডা-সহ যুক্তরাষ্ট্রের নাগরিকদের টার্গেটে রাখত প্রতারকরা।

আরও পড়ুন: বর্ষবরণ-পহেলা জানুয়ারি উৎসবে বিধাননগরে মোতায়ান ২২০০ ফোর্স

মঙ্গলবার নিউ টাউন উপনগরীর রাজারহাট টেকনো সিটি থানা আওতাধীন অ্যাকশন এরিয়া ২-এর ইস্ট টাওয়ারে কল সেন্টারের আড়ালে এমনই একটি জালিয়াতি চক্রের হদিস পায় পুলিশ।

আরও পড়ুন: শহরে আবারও ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, ৮ মহিলা সহ গ্রেফতার ১৬

প্রতারণা চক্রের জাল গুটিয়ে আনতে তৎপরতার সঙ্গে তদন্তে নামে বিধাননগর গোয়েন্দা বিভাগ। সেখানেই আসে সাফল্য। পুলিশি অভিযানে প্রতারণা চক্রে জড়িত ১০ অপরাধী পাকড়াও হয়।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্তরা সকলেই কলকাতা শহর ও শহরতলীর বাসিন্দা। ধৃত ১০ জনের মধ্যে রয়েছেন মনীষ রাউত, সুরজ সিং,  রাজ জয়সওয়াল, অরিন্দম সাহা-সহ আরও অনেকেই।

এই অপরাধীদের পাশাপাশি চক্রের কাজে ব্যবহৃত বৈদ্যুতিন সরঞ্জাম কম্পিউটার,  হার্ডডিস্ক,  মোবাইল ফোন ছাড়াও অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ ধৃতদের ভারতীয় টেলিগ্রাফ আইনে জালিয়াতি ও আর্থিক প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিধাননগরে একের পর এক ভুয়ো কল সেন্টারের হদিশ, এবার পুলিশের জালে ১০

আপডেট : ৫ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: বিধাননগর জুড়ে একের পর ভুয়ো কল সেন্টারের হদিশ। মাস কয়েকের অভিযানে রাজারহাট,  নিউ টাউন,  সল্টলেক, বাগুইআটি মিলিয়ে ডজন খানেক বেআইনি সেন্টারে তালা ঝুলিয়েছে পুলিশ। বিধাননগর কমিশনারেটের শীর্ষ স্তরের আধিকারিকরা বলছেন,  ভুয়ো সবকটি কল সেন্টারের অপরাধে চিত্র একই।

এ রাজ্যে বসে টেক সাপোর্টের নামে অসৎ অবলম্বনে বিদেশি নাগরিকদের খপ্পড়ে ফেলার কার্যক্রম চলত। আর প্রতারকদের টোপে কোনও নাগরিক পা বাড়ালেই, তাঁকে বিপুল অংকের টাকা মাশুল গুনতে হত।

আরও পড়ুন: কলকাতা ও বিধাননগরে হুক্কা বার বন্ধ করা যাবে না, জানালো হাইকোর্ট

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে,  এক্ষেত্রে আমেরিকা, অস্ট্রেলিয়া,  জার্মানি,  কানাডা-সহ যুক্তরাষ্ট্রের নাগরিকদের টার্গেটে রাখত প্রতারকরা।

আরও পড়ুন: বর্ষবরণ-পহেলা জানুয়ারি উৎসবে বিধাননগরে মোতায়ান ২২০০ ফোর্স

মঙ্গলবার নিউ টাউন উপনগরীর রাজারহাট টেকনো সিটি থানা আওতাধীন অ্যাকশন এরিয়া ২-এর ইস্ট টাওয়ারে কল সেন্টারের আড়ালে এমনই একটি জালিয়াতি চক্রের হদিস পায় পুলিশ।

আরও পড়ুন: শহরে আবারও ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, ৮ মহিলা সহ গ্রেফতার ১৬

প্রতারণা চক্রের জাল গুটিয়ে আনতে তৎপরতার সঙ্গে তদন্তে নামে বিধাননগর গোয়েন্দা বিভাগ। সেখানেই আসে সাফল্য। পুলিশি অভিযানে প্রতারণা চক্রে জড়িত ১০ অপরাধী পাকড়াও হয়।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্তরা সকলেই কলকাতা শহর ও শহরতলীর বাসিন্দা। ধৃত ১০ জনের মধ্যে রয়েছেন মনীষ রাউত, সুরজ সিং,  রাজ জয়সওয়াল, অরিন্দম সাহা-সহ আরও অনেকেই।

এই অপরাধীদের পাশাপাশি চক্রের কাজে ব্যবহৃত বৈদ্যুতিন সরঞ্জাম কম্পিউটার,  হার্ডডিস্ক,  মোবাইল ফোন ছাড়াও অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ ধৃতদের ভারতীয় টেলিগ্রাফ আইনে জালিয়াতি ও আর্থিক প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে।