১৬ জুলাই ২০২৫, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘অপহরণ’ করেও শেষরক্ষা হলোনা, কলকাতার পঞ্চসায়রের এক হোটেল থেকে উদ্ধার অপহৃত, চার অপহরণকারী গ্রেফতার

চামেলি দাস
  • আপডেট : ২৪ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 94

পুবের কলম ওয়েবডেস্ক: এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বিহারের এক শ্রমিককে ‘অপহরণ’ করেও শেষরক্ষা হলোনা। হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশের অভিযানে কলকাতার পঞ্চসায়র থানা এলাকা থেকে গ্রেফতার হয় চার অপহরণকারী। সোমবার রাতে অভিযোগ পেয়েই  তদন্তে নামে পুলিশ। পুলিশের তৎপরতায় কলকাতার এক হোটেল থেকে উদ্ধার হন অপহৃত শ্রমিক। অপহরণের অভিযোগে পুলিশের জালে ধরা পড়ে ৪ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিমলেশ কুমার, মঞ্জের আলম, জাইরুল রহমান লস্কর এবং দীপজয় বন্দ্যোপাধ্যায়। বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা অপহৃত ওই যুবকের নাম অমৃত রাজ। পুলিশ জানিয়েছে, অমৃত রাজের সঙ্গে হাওড়ায় শ্রমিকের কাজ করার জন্য বিট্টু কুমার নামের আরেক যুবক হাওড়ায় এসেছিলেন। অমৃতের বন্ধু বিট্টুর কথামতো হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার হাওড়ার ব্রিজ সংলগ্ন একটি হোটেলে বিমলেশ কুমার নামে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যায় এরা দুজন।

এরপর বিমলেশ কুমারের সঙ্গে অমৃত রাজ গড়িয়া স্টেশনে যান। বিমলেশের ৩ সঙ্গী আগে থেকেই পরিকল্পনা করেছিল মোটা টাকা মুক্তিপণের জন্য অমৃত রাজকে অপহরণ করবে। সেই পরিকল্পনামতো তারা কলকাতার পঞ্চসায়রের এক হোটেলে তাকে আটকে রাখে। রাজের পরিবারের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

আরও পড়ুন: আইআইএম জোকা ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্র গ্রেফতার

এই ঘটনার পর অমৃতরাজ এর পরিবারের লোকেরা গভীর রাতে হাওড়ার গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে গোলাবাড়ি থানা তদন্ত শুরু করে। তদন্তে করতে গিয়ে অপহৃতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। দেখা যায় কলকাতার পঞ্চসায়র পুলিশ স্টেশন এলাকায় অপহৃদের টাওয়ার লোকেশন।

আরও পড়ুন: ফের গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইওল

এরপর সারারাত ধরে ওই থানা এলাকার বিভিন্ন জায়গায় রেইড করে গোলাবাড়ি থানার পুলিশ। অবশেষে সেখানকার এক হোটেল থেকে উদ্ধার করা হয় অপহৃত অমৃত রাজকে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ৪ দুষ্কৃতিকে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়।

আরও পড়ুন: বারুইপুর পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অপহরণ’ করেও শেষরক্ষা হলোনা, কলকাতার পঞ্চসায়রের এক হোটেল থেকে উদ্ধার অপহৃত, চার অপহরণকারী গ্রেফতার

আপডেট : ২৪ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বিহারের এক শ্রমিককে ‘অপহরণ’ করেও শেষরক্ষা হলোনা। হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশের অভিযানে কলকাতার পঞ্চসায়র থানা এলাকা থেকে গ্রেফতার হয় চার অপহরণকারী। সোমবার রাতে অভিযোগ পেয়েই  তদন্তে নামে পুলিশ। পুলিশের তৎপরতায় কলকাতার এক হোটেল থেকে উদ্ধার হন অপহৃত শ্রমিক। অপহরণের অভিযোগে পুলিশের জালে ধরা পড়ে ৪ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিমলেশ কুমার, মঞ্জের আলম, জাইরুল রহমান লস্কর এবং দীপজয় বন্দ্যোপাধ্যায়। বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা অপহৃত ওই যুবকের নাম অমৃত রাজ। পুলিশ জানিয়েছে, অমৃত রাজের সঙ্গে হাওড়ায় শ্রমিকের কাজ করার জন্য বিট্টু কুমার নামের আরেক যুবক হাওড়ায় এসেছিলেন। অমৃতের বন্ধু বিট্টুর কথামতো হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার হাওড়ার ব্রিজ সংলগ্ন একটি হোটেলে বিমলেশ কুমার নামে এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যায় এরা দুজন।

এরপর বিমলেশ কুমারের সঙ্গে অমৃত রাজ গড়িয়া স্টেশনে যান। বিমলেশের ৩ সঙ্গী আগে থেকেই পরিকল্পনা করেছিল মোটা টাকা মুক্তিপণের জন্য অমৃত রাজকে অপহরণ করবে। সেই পরিকল্পনামতো তারা কলকাতার পঞ্চসায়রের এক হোটেলে তাকে আটকে রাখে। রাজের পরিবারের কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা।

আরও পড়ুন: আইআইএম জোকা ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্র গ্রেফতার

এই ঘটনার পর অমৃতরাজ এর পরিবারের লোকেরা গভীর রাতে হাওড়ার গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে গোলাবাড়ি থানা তদন্ত শুরু করে। তদন্তে করতে গিয়ে অপহৃতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। দেখা যায় কলকাতার পঞ্চসায়র পুলিশ স্টেশন এলাকায় অপহৃদের টাওয়ার লোকেশন।

আরও পড়ুন: ফের গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইওল

এরপর সারারাত ধরে ওই থানা এলাকার বিভিন্ন জায়গায় রেইড করে গোলাবাড়ি থানার পুলিশ। অবশেষে সেখানকার এক হোটেল থেকে উদ্ধার করা হয় অপহৃত অমৃত রাজকে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ৪ দুষ্কৃতিকে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হয়।

আরও পড়ুন: বারুইপুর পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন