পুবের কলম, ওয়েবডেস্ক: শীতকালীন অধিবেশনে ‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত রিপোর্ট পেশ করতে ব্যর্থ হলো যৌথ সংসদীয় কমিটি। ফলে কমিটির মেয়াদ তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বাজেট অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিনে রিপোর্ট পেশ করবে কমিটি।
বিলটি বর্তমানে যৌথ কমিটির পর্যবেক্ষণে রয়েছে, যেখানে প্রাক্তন নির্বাচন কমিশনার, প্রাক্তন প্রধান বিচারপতি ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির মতামত নেওয়া হচ্ছে। কমিটির চেয়ারম্যান বিজেপি সাংসদ পি.পি. চৌধুরী আগেই জানিয়েছেন, ২০৩৪ সালের আগে এই নীতি কার্যকর হওয়া বাস্তবসম্মত নয়। এবার রিপোর্ট জমা বিলম্বিত হওয়ায় সেই সম্ভাবনাও আরও দূরবর্তী হয়ে গেল।
পরিকল্পনা অনুযায়ী, আগামী লোকসভা নির্বাচন ২০২৯ সালে, যার মেয়াদ শেষ হবে ২০৩৪ সালে। সে কারণেই সমন্বিত নির্বাচন চালুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০৩৪ সালের প্রথমার্ধ। কেন্দ্র ১২৯তম সাংবিধানিক সংশোধনী আনতে চায় যাতে লোকসভা, বিধানসভা, পৌরসভা ও পঞ্চায়েত—সব নির্বাচন একসঙ্গে করা যায়।
তবে বিরোধীরা বলছে, এই সংশোধনী ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। একসঙ্গে নির্বাচন চালু হলে বহু রাজ্যে ২০২৯–এর পর বিধানসভার মেয়াদ কমে যাওয়ার আশঙ্কাও উত্থাপন করেছেন তাঁরা।































