অনলাইন বেটিং অ্যাপে কয়েকশো কোটির দুর্নীতি, দুবাই থেকে গ্রেফতার মূল পান্ডা
- আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, বুধবার
- / 181
পুবের কলম, ওয়েবডেস্ক: কয়েকশো কোটির দুর্নীতির খোঁজ আগেই পেয়েছিল তদন্তকারীরা। দুবাই থেকে গ্রেফতার হলেন দুর্নীতির মূল পান্ডা। মহাদেব অনলাইন বেটিং অ্যাপের মালিক তথা প্রধান অভিযুক্ত রবি উপ্পলকে আটক করা হয়েছে দুবাইতে। সম্প্রতিই ইডি ইন্টারপোলের মাধ্যমে রেড কর্নার নোটিস জারি করে রবি উপ্পলের নামে। এরপরই সংযুক্ত আরব আমিরশাহিতে আটক করা হয় রবিকে। তাঁকে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছে ইডি।
প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মহাদেব বেটিং অ্যাপ নামক একটি অনলাইন গেমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ মিলেছিল। কলকাতা সহ ৩৯টি জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ৪৫০ কোটি টাকার সোনার বার, গয়না এবং নগদ উদ্ধার করে ইডি। মহাদেব বেটিং অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল, দুজনেই এই কর্মকাণ্ড দুবাই থেকে চালাতেন বলে জানা গিয়েছিল। নতুন আইডি তৈরি করে এই অনলাইন বেটিং অ্যাপে যাঁরা রেজিস্ট্রার করতেন, তাঁদের টাকা এক বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ত। মূল কাজটা চলত সংযুক্ত আরব আমিরশাহী থেকে। সব মিলিয়ে ৬ হাজার কোটি টাকার লেনদেনের কথা জানা গিয়েছে। এরপরই একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করে। দুর্নীতি কাণ্ডে বলিউড তারকাদের নামও উঠেছিল। কয়েকজন তারকাকে জিজ্ঞাসাবাদও করে ইডি।


















































