OPERATION SINDOOR: রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে আলোচনা সেনা সর্বাধিনায়কের

- আপডেট : ১৪ মে ২০২৫, বুধবার
- / 142
পুবের কলম ওয়েবডেস্ক: ভারত-পাক সংঘর্ষবিরতি।এই আবহে পরবর্তী পরিস্থিতির নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে বসলেন সেনা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান। বুধবার এই বৈঠকে উপস্থিতি ছিলেন ভারতীয় বায়ুসেনা, নৌবাহিনী এবং স্থলবাহিনীর প্রধানেরাও।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রাষ্ট্রপতিকে ‘অপারেশন সিঁদুর’ (OPERATION SINDOOR) এবং ভারত-পাক সংঘর্ষবিরতি পরবর্তী পরিস্থিতির বিষয়ে বিবরণ দিয়েছেন তাঁরা। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, বুধবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে আলোচনায় বসেন সেনা সর্বাধিনায়ক (সিডিএস) অনিল চৌহান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, স্থলবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং এয়ার চিফ মার্শাল এপি সিংহ। সূত্রের খবর, বৈঠকে পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর ভারতের প্রত্যাঘাতী হামলার সাফল্য, তিন সশস্ত্র বাহিনীর বীরত্ব এবং অসম সাহসিকতার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি।