বিহারে SIR নিয়ে সংসদে উত্তাল বিরোধী শিবির

- আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
- / 26
পুবের কলম ওয়েবডেস্ক : বিহারে ভোটার পুনঃপরীক্ষণ প্রক্রিয়া অর্থাৎ SIR নিয়ে সংসদে এখনও বিরোধী দলগুলির প্রতিবাদ অব্যাহতই রয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে সমাজের দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া শ্রেণি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভোটার তালিকা থেকে নাম কেটে ফেলার অভিযোগে সরকারকে লাগাতার আক্রমণ করছেন বিরোধীরা।
এদিন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন যে, “এটি একটি পরিকল্পিত ভোট চুরির ষড়যন্ত্র চলছে এবং এই বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা করা উচিত।” খাড়গে আরও বলেন যে, “আমরা তো বারবার চেয়ারম্যান ও সরকারকে অনুরোধ করেই যাচ্ছি যে আমাদের ভোট যেন চুরি না হয়। আমাদের দাবি, SIR ও ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সংসদে আলোচনা হোক। যাতে সংবিধানবিরুদ্ধ কোনও কাজ হলে আমরা তার জবাব এবং পরামর্শ দিতে পারি।”
তাঁর আরও অভিযোগ যে, বিহারে ইচ্ছাকৃতভাবেই দলিত, সংখ্যালঘু, আদিবাসী এবং পরিযায়ী শ্রমিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তা সরাসরি দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকারকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।
এছাড়াও চেয়ারম্যানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে খড়গে বলেন, “এই সংসদে পৃথিবীর যেকোনো বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব।কিন্তু বর্তমান চেয়ারম্যানের অধীনে SIR বা নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা অনুমোদিত হচ্ছে না। যা পরস্পরবিরোধী ও গণতন্ত্রবিরোধী।”