০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আইনি রক্ষাকবচ পেতে সুপ্রিম কোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
  • / 77

পারিজাত মোল্লা:  এবার আইনি রক্ষাকবচ পেতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের গেরুয়া বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অতি সম্প্রতি অভিযোগের তথ্যপ্রমাণ পেলেএফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।

তবে গ্রেফতারের ক্ষেত্রে আদালতের অনুমতি আবশ্যিক বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে  আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে মামলার শুনানি শুনতে রাজি হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কৌল এবং বিচারপতি শুধাংশু ধুলিয়ার বেঞ্চ জানিয়েছে, -‘ এই মামলাটি আগামী ৪ আগস্ট অগস্ট তালিকাভুক্ত করা হবে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে চাঞ্চল্য: প্রধান বিচারপতির উপর জুতো ছোড়ার চেষ্টা

গত ২০ জুলাই কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে,  পুলিশ প্রয়োজন মনে করলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারে। তদন্তের পরও আইনানুগ ব্যবস্থা নিতে পারবে পুলিশ। এর জন্য পুলিশকে আদালতের অনুমতি নিতে হবে না’ । কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে  সুপ্রিম কোর্টে  গেলেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: সোনম গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে সুপ্রিম নোটিশ

এর আগে গত ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের তৎকালীন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থারের বেঞ্চ শুভেন্দু অধিকারী কে রক্ষাকবচ দিয়েছিল। তাঁর(শুভেন্দুর) বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছিল তৎকালীন সিঙ্গেল বেঞ্চ। তাতে সমস্যায় পড়েছিল রাজ্য পুলিশ। তবে গত ২০ জুলাই নন্দীগ্রামের বিধায়ক তাঁর রক্ষাকবচ হারিয়েছেন।

আরও পড়ুন: বুলডোজার অ্যাকশান সংবিধান বিরোধী, বিদেশের সেমিনারে বললেন বিচারপতি গাভাই

গত ২০ জুলাই কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আবেদনে জানানো হয়েছে, -‘ কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে একাধিক এফআইআর করা হতে পারে বিজেপি নেতার বিরুদ্ধে’ । এতে তাঁর স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। আগামী ৪ আগস্ট সুপ্রিম কোর্টে শুভেন্দুর আইনি রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইনি রক্ষাকবচ পেতে সুপ্রিম কোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আপডেট : ২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার

পারিজাত মোল্লা:  এবার আইনি রক্ষাকবচ পেতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের গেরুয়া বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অতি সম্প্রতি অভিযোগের তথ্যপ্রমাণ পেলেএফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।

তবে গ্রেফতারের ক্ষেত্রে আদালতের অনুমতি আবশ্যিক বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে  আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে মামলার শুনানি শুনতে রাজি হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কৌল এবং বিচারপতি শুধাংশু ধুলিয়ার বেঞ্চ জানিয়েছে, -‘ এই মামলাটি আগামী ৪ আগস্ট অগস্ট তালিকাভুক্ত করা হবে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে চাঞ্চল্য: প্রধান বিচারপতির উপর জুতো ছোড়ার চেষ্টা

গত ২০ জুলাই কলকাতা হাইকোর্ট এর ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে,  পুলিশ প্রয়োজন মনে করলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারে। তদন্তের পরও আইনানুগ ব্যবস্থা নিতে পারবে পুলিশ। এর জন্য পুলিশকে আদালতের অনুমতি নিতে হবে না’ । কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে  সুপ্রিম কোর্টে  গেলেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: সোনম গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে সুপ্রিম নোটিশ

এর আগে গত ডিসেম্বরে কলকাতা হাইকোর্টের তৎকালীন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থারের বেঞ্চ শুভেন্দু অধিকারী কে রক্ষাকবচ দিয়েছিল। তাঁর(শুভেন্দুর) বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছিল তৎকালীন সিঙ্গেল বেঞ্চ। তাতে সমস্যায় পড়েছিল রাজ্য পুলিশ। তবে গত ২০ জুলাই নন্দীগ্রামের বিধায়ক তাঁর রক্ষাকবচ হারিয়েছেন।

আরও পড়ুন: বুলডোজার অ্যাকশান সংবিধান বিরোধী, বিদেশের সেমিনারে বললেন বিচারপতি গাভাই

গত ২০ জুলাই কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আবেদনে জানানো হয়েছে, -‘ কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে একাধিক এফআইআর করা হতে পারে বিজেপি নেতার বিরুদ্ধে’ । এতে তাঁর স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। আগামী ৪ আগস্ট সুপ্রিম কোর্টে শুভেন্দুর আইনি রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।