‘বাঙালি’ নির্যাতনের প্রতিবাদে সংসদের বাইরে বিক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

- আপডেট : ৮ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 25
পুবের কলম, ওয়েবডেস্ক: ডাবল ইঞ্জিন সরকার চালিত রাজ্যে ‘বাঙালি’ নির্যাতনের প্রতিবাদে সংসদের বাইরে বিক্ষোভ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলনেতাদের।
বলা বাহুল্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভোট চুরি, বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে বরাবরই সোচ্চার তৃণমূল কংগ্রেস। এহেন পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে বহু কংগ্রেস, ডিএমকে সহ অনেকে। তবে জানা গেছে, অন্যান্য দিনের মতো শুক্রবারও তৃণমূল সংসদ সদস্যদের পাশাপাশি ইন্ডিয়া ব্লকের সদস্যরাও সংসদের বাইরে প্রতিবাদ করছেন। এ বার তাঁদের সঙ্গে সেই প্রতিবাদে যোগ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবারও উভয় কক্ষে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে আলোচনার দাবিতে বিরোধী দলগুলির সংসদ সদস্যরা বিক্ষোভ অব্যাহত রাখেন। যার ফলে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন দিনের জন্য মুলতবি করা হয়।
এর আগে, বিরোধী দলের সাংসদদের স্লোগান ও বিক্ষোভের মধ্যে উভয় কক্ষ দুপুর ১২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
শুক্রবার সংসদের কার্যক্রম শুরু হওয়ার আগেই, বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) ব্লকের এমপিরা বিহার এসআইআর, বাংলা ভাষা বিতর্ক এবং ভারতের উপর মার্কিন শুল্ক আরোপের বিরুদ্ধে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ করেন।