২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরোধীদের লাগাতার চাপ, অবশেষে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা করতে রাজি কেন্দ্রীয় সরকার

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার
  • / 29

পুবের কলম ওয়েবডেস্ক: বিরোধীদের লাগাতার চাপের মুখে অবশেষে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা করতে রাজি হলো কেন্দ্রীয় সরকার। জানা গেছে, আগামী ২৮ ও ২৯ জুলাই দুই কক্ষে মোট ১৬ ঘণ্টা আলোচনার সময় বরাদ্দ করা হয়েছে। ২৮ জুলাই (সোমবার) লোকসভায়, আর ২৯ জুলাই রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সামরিক সংঘাত নিয়ে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়ে বিরোধীরা গত মে মাস থেকেই সরব ছিল। কিন্তু সরকার সে দাবি মানেনি। বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধীরা অপারেশন সিঁদুর এবং বিহারে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিল। সূত্রের খবর, বিহার ইস্যুতে অনড় থাকলেও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় সম্মত হয়েছে সরকার।

এদিকে, ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ— ভারত সরকারের কোনও প্রতিনিধি না হয়ে কেন মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে ঘোষণা করলেন? এই বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্পষ্ট বক্তব্য দাবি করেছে বিরোধী শিবির।

আরও পড়ুন: বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে সংসদে তুমুল বিক্ষোভ বিরোধীদের

আরও পড়ুন: ২০২৪ সালে কুকুরে কামড়ের শিকার ৩৭ লক্ষের বেশি মানুষ, জলাতঙ্কে মৃত্যু ৫৪ জনের, বলছে কেন্দ্রীয় সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরোধীদের লাগাতার চাপ, অবশেষে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা করতে রাজি কেন্দ্রীয় সরকার

আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: বিরোধীদের লাগাতার চাপের মুখে অবশেষে অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা করতে রাজি হলো কেন্দ্রীয় সরকার। জানা গেছে, আগামী ২৮ ও ২৯ জুলাই দুই কক্ষে মোট ১৬ ঘণ্টা আলোচনার সময় বরাদ্দ করা হয়েছে। ২৮ জুলাই (সোমবার) লোকসভায়, আর ২৯ জুলাই রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সামরিক সংঘাত নিয়ে সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়ে বিরোধীরা গত মে মাস থেকেই সরব ছিল। কিন্তু সরকার সে দাবি মানেনি। বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধীরা অপারেশন সিঁদুর এবং বিহারে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিল। সূত্রের খবর, বিহার ইস্যুতে অনড় থাকলেও অপারেশন সিঁদুর নিয়ে আলোচনায় সম্মত হয়েছে সরকার।

এদিকে, ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ— ভারত সরকারের কোনও প্রতিনিধি না হয়ে কেন মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে ঘোষণা করলেন? এই বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্পষ্ট বক্তব্য দাবি করেছে বিরোধী শিবির।

আরও পড়ুন: বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে সংসদে তুমুল বিক্ষোভ বিরোধীদের

আরও পড়ুন: ২০২৪ সালে কুকুরে কামড়ের শিকার ৩৭ লক্ষের বেশি মানুষ, জলাতঙ্কে মৃত্যু ৫৪ জনের, বলছে কেন্দ্রীয় সরকার