বাবা-মার অনুমতিছাড়া বিয়ে করলে সেই বিয়ে অবৈধ ঘোষণার নিদান পদ্ম বিধায়ক ফতেসিং চৌহানের
ইমামা খাতুন
- আপডেট :
১৯ মার্চ ২০২৩, রবিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক: প্রেম করে বিয়ে করলে থাকতে হবে বাবা মার সম্মতি। থাকতে হবে অভিভাবকদের সই করা অনুমতিপত্র। তা না হলে সেই বিয়ে অবৈধ হিসেবে গণ্য হবে। এমনটাই নিদান দিল পদ্ম বিধায়ক ফতেসিং চৌহান।
সম্প্রতি, গুজরাট বিধানসভায় বিয়ে সংক্রান্ত একটি প্রস্তাব আনেন পদ্ম-বিধায়ক ফতেসিং চৌহান। সেখানেই প্রেমের বিয়ের ক্ষেত্রে আইন বদলের দাবি জানান তিনি।
গুজরাট বিধানসভায় আনা প্রস্তাবে ফতেসিং বলেন, প্রেমের বিয়েতে বাড়ছে অপরাধের প্রবণতা। মহিলাদের প্রেমের ফাঁদে ফেলতে নানা রকম প্রলোভন দিচ্ছে ছেলেরা। সেই ফাঁদে পা দিলেই মেয়েয়ের জীবন দুর্বিষহ করে দেয় তাঁরা।
এই ধরনের বিয়েতে বাড়ির অমত থাকলে মেয়েদের অপহরণ মতো ঘটনা ঘটছে বলেও দাবি করেন তিনি। আবার লুকিয়ে বিয়ের ক্ষেত্রে পারিবারিক হিংসার শিকার হন অনেক মহিলা। এই অপরাধের হাত থেকে মহিলাদের রক্ষা করতেই প্রেমের বিয়ের আইন বদলের প্রস্তাব দিয়েছেন বিজেপি বিধায়ক। তবে তিনি যে প্রেমের বিরুদ্ধে নন, তাও স্পষ্ট করে দিয়েছেন গেরুয়া নেতা। বিধানসভায় আনা প্রস্তাবে দু’টি বিষয় উল্লেখ করেছেন ফতেসিং চৌহান।
প্রথমত, প্রেমের বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে মা-বাবার সই করা অনুমতিপত্র। কারোর মা-বাবা না থাকলে অন্য অভিভাবকের অনুমতিপত্র লাগবে।
দ্বিতীয়ত, প্রেমিক যুগল বিয়ের পর বাড়ি ভাড়া নিতে চাইলে, সেখানেই মা-বাবার সই করা অনুমতিপত্র দেওয়ার কথা বলেছেন ফতেসিং চৌহান। “এই ধরনের তথ্য দিতে হলে অনেক কিছুই স্পষ্ট হয়ে যাবে। বাড়ির অমতে বিয়ে, পালিয়ে গিয়ে সংসার পাতা বা অপহরণের মতো ঘটনা ঘটেছে কিনা সেটা সহজেই বোঝা যাবে।”