'ওদের ছাড়া হবে না' জঙ্গি হামলার পর বার্তা মোদির... বিশেষ নির্দেশ শাহকে
Pahalgam terror attack, নিহত ২৭ পর্যটক

- আপডেট : ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
- / 287
Pahalgam terror attack, নিহত ২৭ পর্যটক
শ্রীনগর, ২২ এপ্রিল: ৩৭০ ধারা রদের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, Jammu-kashmir -এ শান্তি ফেরাতে ও সন্ত্রাসীদের বাড়বাড়ন্ত রুখতে এই পদক্ষেপ করা হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মুল করার জন্য এই পদক্ষেপ বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। ২০১৯ সালে ৩৭০ রদ করেছিল মোদি সরকার। তারপর প্রায় ৬ বছর অতিক্রান্ত। এখনও প্রায় প্রতিদিনই নাশকতার শিকার হচ্ছে Jammu-kashmir। রক্তাক্ত হচ্ছে উপত্যকা।
♦ East Bengal-এর নজরে রবিনসন, শিল্ডস
মঙ্গলবার Jammu-kashmir-এর অনন্তনাগ জেলার পাহালগামে (Pahalgam terror attack) চলল সন্ত্রাসী হামলা। পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতে ২৭ জন পর্যটক নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনার পরই দ্রুত নিরাপত্তা বাহিনী ও মেডিকেল টিম এলাকায় ছুটে যায়। আহতদের পহেলগামের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
♦ SSC CASE: বেতন পাবেন, যোগ্য-অযোগ্য নিয়ে ভাববার দরকার নেই: মমতা
বর্তমানে সউদি আরবে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকে টেলিফোনে তিনি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী শাহকে বলেছেন, ঘটনাস্থল পরিদর্শনে যেতে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে। সেইমতো শাহ শীঘ্রই শ্রীনগরের উদ্দেশ্যে (Pahalgam terror attack) রওনা দেবেন বলে জানা গিয়েছে।
⇔ HIGHLIGHTS⇔
⇒ জঙ্গি হামলায় রক্তাক্ত উপত্যকা
⇒ জেদ্দা থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাশ্মীরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
⇒ ইতিমধ্যেই ২৭ জন নিহত হয়েছেন
⇒ পর্যটকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা।
⇒ কাশ্মীরে হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবার সঙ্গে সম্পর্কিত একটি জঙ্গি গোষ্ঠী।
⇒ অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা।
⇒ আহতের সংখ্যা ৩০-এরও বেশি। তার মধ্যে ১৬ জনের অবস্থা বেশ গুরুতর। এদের মধ্যে বিদেশি পর্যটকও আছেন বলে খবর।