
৭১ গণহত্যার ক্ষমা চাইতে হবে
Pakistan-Bangladesh Meeting: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

- আপডেট : ২৪ অগাস্ট ২০২৫, রবিবার
- / 465
পুবের কলম,ওয়েবডেস্ক: শনিবার তিনদিনের ঢাকা সফরে এসেছেন পাকিস্তানের বিদেশ ও উপ প্রধানমন্ত্রী ইসহাক দার (Pakistan-Bangladesh Meeting)। আজ সফরের দ্বিতীয় দিন। এদিন সকাল ১১টার দিকে ঢাকার হোটেল সোনারগাঁওয়ে মো. তৌহিদ হোসেন (adviser Touhid) ও মুহাম্মদ ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। উপস্থিত ছিলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিদেশ সচিব আসাদ আলম সিয়াম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা । পাকিস্তানের পক্ষে দেশটির বিদেশমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়।
এদিনের বৈঠকে (Pakistan-Bangladesh Meeting) একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে- দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, ৭১ গণহত্যার ক্ষমার মতো বিষয়গুলো।
Pakistan-Bangladesh Meeting: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই
