পাক-অধিকৃত কাশ্মীর ভারতেরই: বড় দাবি বিজেপি নেতার

- আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
- / 143
পুবের কলম, ওয়েবডেস্ক: পাক-অধিকৃত কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের বিবাদ দীর্ঘদিনের। এবার পাক-অধিকৃত কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করলেন বিজেপি নেতা এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী কবিন্দর গুপ্ত। রবিবার তিনি বলেন, “কাশ্মীর নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। পাক-অধিকৃত কাশ্মীর আমাদেরই। পাকিস্তানের উচিত কাশ্মীর আমাদের কাছে ফিরিয়ে দেওয়া।” ভারত-পাক উত্তেজনা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা নিয়ে সুর চড়ান বিজেপি নেতা। গুপ্তের বক্তব্য, কাশ্মীর নিয়ে মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই। যেকোনো পাক আগ্রাসনের যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনা সম্পূর্ণরূপে প্রস্তুত।
কাবিন্দর গুপ্ত কাশ্মীর নিয়ে মধ্যস্থতার বিরুদ্ধে ভারতের অবস্থান জোর দিয়ে বলেন, পাকিস্তানের উচিত পাক-অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়া। ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবের পর, কপিল সিব্বল তথ্যের অভাবের সমালোচনা করেন এবং সরকারকে সর্বদলীয় বৈঠক এবং একটি বিশেষ সংসদ অধিবেশন আহ্বান করার আহ্বান জানান, অর্থপূর্ণ সংলাপের জন্য প্রধানমন্ত্রীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
প্রসঙ্গত, বরাবরই আন্তর্জাতিক আঙিনায় ভারত জোরের সঙ্গে বলেছে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আর এই নিয়ে কোনও তৃতীয়পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছে নয়াদিল্লি।