কাশ্মীর-সহ অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় প্রস্তুত পাকিস্তান

- আপডেট : ২২ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 148
পুবের কলম, ওয়েব ডেস্ক: ট্রাম্পের হস্তক্ষেপ! কাশ্মীর, সন্ত্রাসবাদ, জল বিরোধ এবং বাণিজ্য-সহ সব সমস্যা সমাধানের জন্য ভারতের সঙ্গে শান্তি আলোচনা করতে প্রস্তুত পাকিস্তান। শুক্রবার ইসলামাবাদে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানান বিদেশমন্ত্রী ইসহাক দার (Ishaq Dar)।
ভারতের সঙ্গে চলমান উত্তেজনা রোধে কি পদক্ষেপ নিতে চলেছে পাক প্রশাসন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব শীঘ্রই ভরত- পাক একটি বৈঠক হবে। আর যখনই আলোচনা হবে, কেবল কাশ্মীর নয়, বরং সকল ইস্যুতেই আলোচনা হবে। পাকিস্তান কোনও যুদ্ধ চাই না।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের যুদ্ধ বন্ধের জন্য আহ্বান জানিয়েছিলেন। আমরাও সেই আহ্বানকে স্বাগত জানিয়েছে। তবে ভারতের সঙ্গে কোনও একক-বিন্দু এজেন্ডা নিয়ে আলোচনা হবে না। যদিও ভারত স্পষ্ট করে জানিয়েছে, তারা কেবল পাক-অধিকৃত কাশ্মীর ফিরিয়ে দেওয়া এবং সন্ত্রাসবাদের ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করবে।
আর বাকি জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে, পাক বিদেশ মন্ত্রক (Ishaq Dar) জানিয়েছে, রাজ্যটির সমস্যার যে কোনও ন্যায্য এবং স্থায়ী নিষ্পত্তির ক্ষেত্রে অবশ্যই কাশ্মীরি জনতার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে নিশ্চিত করতে হবে। এছাড়া কাশ্মীর সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করে ট্রাম্পের বিবৃতিকেও স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। শান্তি ফেরানোর জন্য মার্কিন প্রশাসনের যে কোনও উদ্যোগকে তারা সমর্থন করবে বলে জানিয়েছে।
পহেলগাম হামলার পরে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তানের মাটিতে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। তার পরেই ভারতের মাটি লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলার জবাবও দিয়েছে ভারত। এখন যুদ্ধবিরতি ঘোষনা করেছে দুই দেশই। তবে, পহেলগামে হামলার পরেই সিন্দু জল চুক্তি রদ করার কথা জানিয়েছিল নয়াদিল্লি।
চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান কোনও মধ্যস্থতার অনুরোধ করেনি বলেও জানান দার। বলেন, সংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি নিরপেক্ষ স্থানে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমরা জানিয়েছিলাম, যদি তাই হয় আমরা দেখা – সাক্ষাৎ করতে প্রস্তুত।