২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্রীড়া দফতর, জানিয়ে দিল পাক সরকার

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
  • / 18

পুবের কলম ক্রীড়া ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনেক বছর ধরেই বন্ধ রয়েছে। এ বার সেই ‘রোগ’ ছড়িয়ে পড়ছে অনান্য খেলাগুলিতেও। যার টাটকা উদাহরণ হল হকি। আগামী ২৭ আগস্ট থেকে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ হকি প্রতিযোগিতা। প্রথমে পাকিস্তান হকি সংস্থা জানিয়েছিল, তারা এই টুর্নামেন্টে অংশ নিতে ভারতে আসবে। কিন্তু সম্প্রতি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে পাকিস্তান হকি সংস্থা জানিয়ে দেয়, ভারতে খেলতে যেতে রাজি নয় দেশের হকি দল। সরকারের নির্দেশেই সিদ্ধান্ত বদলেছে তারা।

 

আরও পড়ুন: প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মমতার

এই ডামাডোলের মাঝে পাকিস্তান সরকারের ক্রীড়া দফতর জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে আসার ব্যাপারে সংশ্লিষ্ট ক্রীড়াসংস্থাগুলি যেন কোনও মন্তব্য না করে। পাকিস্তান ক্রীড়া দফতরের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান সময়ের বিচারে এখন ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট খেলার সংস্থাগুলি যেন কোনও সিদ্ধান্ত না নেয় এবং এই বিষয়ে যেন কোনও মন্তব্যও না করে। যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে ক্রীড়া দফতর।’ এরই মধ্যে পাকিস্তান হকি সংস্থা এশিয়ান হকি সংস্থাকে জানিয়ে দিয়েছে, খেলোয়াড়দের সুরক্ষার কথা বিবেচনা করে আসন্ন এশিয়া কাপে পাকিস্তান দলের অংশ নেওয়া কার্যত অসম্ভব।’

আরও পড়ুন: পণের করাল থাবায় ভারত, এক বছরে সাড়ে ৬ হাজার মৃত্যু! 

এ দিকে পাকিস্তান এশিয়া কাপে খেলতে চাইছে না জানার পরে আয়োজকদের তরফ থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সে দেশের হকি সংস্থার সচিব একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আমরা এশিয়া কাপে খেলতে চাই কি না। আমরা প্রতিযোগিতায় খেলতে চাই। তবে আমাদের নেওয়া হবে কিনা, সেটা তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হোক।’

আরও পড়ুন: চিনের দিকে ঈষৎ ঝুঁকে, বোঝালেন নেপালের প্রধানমন্ত্রী

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ক্রীড়া দফতর, জানিয়ে দিল পাক সরকার

আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার

পুবের কলম ক্রীড়া ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনেক বছর ধরেই বন্ধ রয়েছে। এ বার সেই ‘রোগ’ ছড়িয়ে পড়ছে অনান্য খেলাগুলিতেও। যার টাটকা উদাহরণ হল হকি। আগামী ২৭ আগস্ট থেকে ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ হকি প্রতিযোগিতা। প্রথমে পাকিস্তান হকি সংস্থা জানিয়েছিল, তারা এই টুর্নামেন্টে অংশ নিতে ভারতে আসবে। কিন্তু সম্প্রতি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে পাকিস্তান হকি সংস্থা জানিয়ে দেয়, ভারতে খেলতে যেতে রাজি নয় দেশের হকি দল। সরকারের নির্দেশেই সিদ্ধান্ত বদলেছে তারা।

 

আরও পড়ুন: প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালামের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা মমতার

এই ডামাডোলের মাঝে পাকিস্তান সরকারের ক্রীড়া দফতর জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে আসার ব্যাপারে সংশ্লিষ্ট ক্রীড়াসংস্থাগুলি যেন কোনও মন্তব্য না করে। পাকিস্তান ক্রীড়া দফতরের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান সময়ের বিচারে এখন ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট খেলার সংস্থাগুলি যেন কোনও সিদ্ধান্ত না নেয় এবং এই বিষয়ে যেন কোনও মন্তব্যও না করে। যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে ক্রীড়া দফতর।’ এরই মধ্যে পাকিস্তান হকি সংস্থা এশিয়ান হকি সংস্থাকে জানিয়ে দিয়েছে, খেলোয়াড়দের সুরক্ষার কথা বিবেচনা করে আসন্ন এশিয়া কাপে পাকিস্তান দলের অংশ নেওয়া কার্যত অসম্ভব।’

আরও পড়ুন: পণের করাল থাবায় ভারত, এক বছরে সাড়ে ৬ হাজার মৃত্যু! 

এ দিকে পাকিস্তান এশিয়া কাপে খেলতে চাইছে না জানার পরে আয়োজকদের তরফ থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সে দেশের হকি সংস্থার সচিব একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আমরা এশিয়া কাপে খেলতে চাই কি না। আমরা প্রতিযোগিতায় খেলতে চাই। তবে আমাদের নেওয়া হবে কিনা, সেটা তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হোক।’

আরও পড়ুন: চিনের দিকে ঈষৎ ঝুঁকে, বোঝালেন নেপালের প্রধানমন্ত্রী