১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

Pakistani foreign minister: ঢাকায় পাক বিদেশমন্ত্রী Ishaq Dar

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 226

বিশেষ ফ্লাইটে শনিবার দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ইসহাক দার

পুবের কলম,ওয়েবডেস্ক: ঢাকায় (Pakistani foreign minister) পাক বিদেশমন্ত্রী ইসহাক দার (Ishaq Dar)। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। একইসঙ্গে বিদেশমন্ত্রীর পদও সামলাচ্ছেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতেই এই সফর বলে জানা গেছে। ১৩ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী (Ishaq Dar) বাংলাদেশে সফরে এসেছেন।  বলা বাহুল্য, গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে উভয়দেশের বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্যহারে উন্নতি দেখা যাচ্ছে।  

আরও পড়ুন: বাংলাদেশীদের ফেরত পাঠালে আগে হাসিনাকে ফেরান: আসাদুদ্দিন

এই সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ তৌহিদ হোসেন-সহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি (Ishaq Dar)। অগাস্ট-পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর ইসহাক দারকে নিয়ে পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সদস্য ঢাকায় এলেন। গত জুলাইয়ে ঢাকায় আসেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আর গত বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ  দুপুর দেড়টার দিকে বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান Pakistani foreign minister। তাঁকে স্বাগত জানান  বিদেশ সচিব আসাদ আলম সিয়াম। আজ সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। সেখানে শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবীরা অংশ নেবেন।

এছাড়া কাল রবিবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন ইসহাক দার। পরে সকাল ১০টার দিকে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সেখানে ব্যবসা-বাণিজ্যসহ ৬/৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Pakistani foreign minister: ঢাকায় পাক বিদেশমন্ত্রী Ishaq Dar

আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ঢাকায় (Pakistani foreign minister) পাক বিদেশমন্ত্রী ইসহাক দার (Ishaq Dar)। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। একইসঙ্গে বিদেশমন্ত্রীর পদও সামলাচ্ছেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতেই এই সফর বলে জানা গেছে। ১৩ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী (Ishaq Dar) বাংলাদেশে সফরে এসেছেন।  বলা বাহুল্য, গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে উভয়দেশের বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্যহারে উন্নতি দেখা যাচ্ছে।  

আরও পড়ুন: বাংলাদেশীদের ফেরত পাঠালে আগে হাসিনাকে ফেরান: আসাদুদ্দিন

এই সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ তৌহিদ হোসেন-সহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি (Ishaq Dar)। অগাস্ট-পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর ইসহাক দারকে নিয়ে পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সদস্য ঢাকায় এলেন। গত জুলাইয়ে ঢাকায় আসেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আর গত বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ  দুপুর দেড়টার দিকে বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান Pakistani foreign minister। তাঁকে স্বাগত জানান  বিদেশ সচিব আসাদ আলম সিয়াম। আজ সন্ধ্যায় পাকিস্তান হাইকমিশন আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। সেখানে শিক্ষক, সাংবাদিকসহ পেশাজীবীরা অংশ নেবেন।

এছাড়া কাল রবিবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করবেন ইসহাক দার। পরে সকাল ১০টার দিকে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সেখানে ব্যবসা-বাণিজ্যসহ ৬/৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।