০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শান্ত হচ্ছে পাঁচলা, ব্যাহত ইন্টরেনেট পরিষেবা, জারি ১৪৪ ধারা, গ্রেফতার ৩০

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ জুন ২০২২, রবিবার
  • / 21

মুহাম্মদ রাকিব, উলুবেড়িয়া: হাওড়ার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে কোথাও অশান্তির খবর নেই। ইতিমধ্যে হাওড়ার যে দুটি থানা এলাকায় সবথেকে বেশি অশান্তি হয়েছিল সেই দুই থানা এলাকা থেকে ৩০ জনেরও বেশিকে গ্রেফতার করে পুলিশ। হাওড়ার বিভিন্ন থানা এলাকায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পুলিশ পিকেটিং করা হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি কমব্যাট ফোর্স এবং র‍্যাফ  মোতায়েন রয়েছে। রবিবার সকালে হাওড়ার নতুন পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী ডোমজুড়, ধুলাগোড়-সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

 

আরও পড়ুন: ‘রাজ্যের থেকে টাকা তুলে রাজ্যকেই বঞ্চিত করা হচ্ছে’, ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে পাঁচলা থেকে সরব মুখ্যমন্ত্রী

তিনি জানান, ‘হাওড়া শহরের সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে রবিবার কোনও রকম অশান্তি তৈরি হয়নি পাঁচলায়। রবিবার সকাল থেকেই পাঁচলা, ফুলেশ্বর মনসাতলা এলাকায় পুলিশের কর্তারা এরিয়া ডোমিনেশনের কাজ শুরু করেন। এলাকার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে এডিজে দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা, ডিসি নর্থ জোন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট শ্রীহরি পান্ডে, এডিজি অ্যান্ড আইজিপি রোড সেফটি অজয় কুমার, নতুন দায়িত্ব নেওয়া হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়ারা গোটা এলাকা পরিদর্শন করেন।’

আরও পড়ুন: মোমিনপুরের ঘটনায় কড়া পুলিশ,  জারি ১৪৪ ধারা

জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে অশান্তির খবর নেই। তবে বিভিন্ন জায়গায় উত্তেজনার পর পুলিশ পিকেটিং বহাল রয়েছে। এদিন সন্ধায় পাঁচলা, বাউড়িয়া কেটো পোল, কুলগাছিয়া পীরতলা, ফুলেশ্বর, মনসাতলা এলাকায় পুলিশ রুট মার্চ করে।’ হাওড়া গ্রামীণ জেলার এসপি বলেন, ‘এই ঘটনার পর এখনও পর্যন্ত  ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।’ পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া আরও জানান, ‘কয়েকটি জায়গায় গুজবের ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা মানুষকে বলছি আপনারা কোনও রকম গুজবে কান দেবেনে না।’

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বহু স্তরীয় নিরাপত্তার মোড়কে লাল কেল্লা, নজরদারিতে কাইট ক্যাচার সহ ১০ হাজার পুলিশ, জারি ১৪৪ ধারা

রবিবার সকালে ১৬ নং জাতীয় সড়ক লাগায়ো পাঁচলায় গিয়ে দেখা গেল  এলাকা প্রায় শুনশান। কয়েক ওষুধের দোকান খোলা রয়েছে। বাকি সব দোকান বন্ধ। এদিকে, রবিবার মনসতলায় পুড়ে যাওয়া বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয়ে আসার কথা ছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর কোনও ভাবেই শুভেন্দু অধিকারী যাতে মনসতলায় না যেতে পারেন, সেই কারণে হাওড়া-পূর্ব মেদিনীপুর সীমান্তে নাউপালায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি মনসতলার সার্ভিস রোড ও ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শান্ত হচ্ছে পাঁচলা, ব্যাহত ইন্টরেনেট পরিষেবা, জারি ১৪৪ ধারা, গ্রেফতার ৩০

আপডেট : ১২ জুন ২০২২, রবিবার

মুহাম্মদ রাকিব, উলুবেড়িয়া: হাওড়ার সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে কোথাও অশান্তির খবর নেই। ইতিমধ্যে হাওড়ার যে দুটি থানা এলাকায় সবথেকে বেশি অশান্তি হয়েছিল সেই দুই থানা এলাকা থেকে ৩০ জনেরও বেশিকে গ্রেফতার করে পুলিশ। হাওড়ার বিভিন্ন থানা এলাকায় এখনও ১৪৪ ধারা জারি রয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে। পুলিশ পিকেটিং করা হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি কমব্যাট ফোর্স এবং র‍্যাফ  মোতায়েন রয়েছে। রবিবার সকালে হাওড়ার নতুন পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী ডোমজুড়, ধুলাগোড়-সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

 

আরও পড়ুন: ‘রাজ্যের থেকে টাকা তুলে রাজ্যকেই বঞ্চিত করা হচ্ছে’, ফের কেন্দ্রের বঞ্চনা নিয়ে পাঁচলা থেকে সরব মুখ্যমন্ত্রী

তিনি জানান, ‘হাওড়া শহরের সার্বিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে রবিবার কোনও রকম অশান্তি তৈরি হয়নি পাঁচলায়। রবিবার সকাল থেকেই পাঁচলা, ফুলেশ্বর মনসাতলা এলাকায় পুলিশের কর্তারা এরিয়া ডোমিনেশনের কাজ শুরু করেন। এলাকার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে এডিজে দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা, ডিসি নর্থ জোন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট শ্রীহরি পান্ডে, এডিজি অ্যান্ড আইজিপি রোড সেফটি অজয় কুমার, নতুন দায়িত্ব নেওয়া হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়ারা গোটা এলাকা পরিদর্শন করেন।’

আরও পড়ুন: মোমিনপুরের ঘটনায় কড়া পুলিশ,  জারি ১৪৪ ধারা

জেলা পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নতুন করে অশান্তির খবর নেই। তবে বিভিন্ন জায়গায় উত্তেজনার পর পুলিশ পিকেটিং বহাল রয়েছে। এদিন সন্ধায় পাঁচলা, বাউড়িয়া কেটো পোল, কুলগাছিয়া পীরতলা, ফুলেশ্বর, মনসাতলা এলাকায় পুলিশ রুট মার্চ করে।’ হাওড়া গ্রামীণ জেলার এসপি বলেন, ‘এই ঘটনার পর এখনও পর্যন্ত  ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।’ পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া আরও জানান, ‘কয়েকটি জায়গায় গুজবের ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা মানুষকে বলছি আপনারা কোনও রকম গুজবে কান দেবেনে না।’

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বহু স্তরীয় নিরাপত্তার মোড়কে লাল কেল্লা, নজরদারিতে কাইট ক্যাচার সহ ১০ হাজার পুলিশ, জারি ১৪৪ ধারা

রবিবার সকালে ১৬ নং জাতীয় সড়ক লাগায়ো পাঁচলায় গিয়ে দেখা গেল  এলাকা প্রায় শুনশান। কয়েক ওষুধের দোকান খোলা রয়েছে। বাকি সব দোকান বন্ধ। এদিকে, রবিবার মনসতলায় পুড়ে যাওয়া বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সদর কার্যালয়ে আসার কথা ছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর কোনও ভাবেই শুভেন্দু অধিকারী যাতে মনসতলায় না যেতে পারেন, সেই কারণে হাওড়া-পূর্ব মেদিনীপুর সীমান্তে নাউপালায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি মনসতলার সার্ভিস রোড ও ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়।