২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পরাক্রম দিবসে ‘দেশনায়ক’ নেতাজির প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

কিবরিয়া আনসারি
  • আপডেট : ২৩ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
  • / 55

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি: সংবিধান সদনে পরাক্রম দিবসে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা দিয়ে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং অন্যান্য নেতারাও নেতাজির শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিন প্রধানমন্ত্রী ভাষণে দেশের স্বাধীনতার জন্য নেতাজির আত্মত্যাগ ও লড়াইয়ের কথা তুলে ধরেন। মহান দেশ প্রেমিকের জন্মদিন উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “পরক্রম দিবসে ভারতবাসীকে শুভেচ্ছা। আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে, আমরা তাঁর জীবন ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের দেশের স্বাধীনতার প্রতি তাঁর সমর্পণ অনুপ্রাণিত করে চলেছে।”

 

আরও পড়ুন: ‘জাহান-এ-খুসরো’তে সুফি সংগীতের প্রতিধ্বনিতে মাতলেন প্রধানমন্ত্রী মোদি

এদিকে, দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে এই মহান দেশ প্রেমিকের অবদানের কোনও শেষ নেই ৷ তা ভাষায় প্রকাশ করা যাবে না৷ এই মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি আমার শ্রদ্ধা অটুট৷” ইংরেজ উপনিবেশিকদরে বিরুদ্ধে তাঁর লড়াই সকলের দেশবাসীর মনে সাহস জুগিয়ে ছিল বলেও মত রাষ্ট্রপতির। দেশের জনগণের কাছে তাঁর আর্জি, নেতাজিকে পরম কৃতজ্ঞতার সাথে স্মরণ করুন।

আরও পড়ুন: বদরীনাথে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু, আটক এখনও ৫

 

আরও পড়ুন: মাহবুবুল হকের জন্য ইনসাফ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিশিষ্ট মুসলিমদের

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম বার্ষিকি পরাক্রম দিবস হিসাবে পালিত হয়। তিনি ছিলেন একজন সাহসী নেতা বলে উল্লেখ করেছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, “ভারতের স্বাধীনতার প্রতি তাঁর অদম্য চেতনা এবং অটল অঙ্গীকার আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন দেশবাসীকে ৷” নেতাজির বানীকে উদ্ধৃত করে উপরাষ্ট্রপতি বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব৷ যার অর্থ স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে বীরদের। অনেক ত্যাগের মাধ্যমে স্বাধীনতা এসেছে।

 

অন্যদিকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির একটি ছবি পোস্ট করে মহান দেশনায়কের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেছন তিনি। শ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তিনি লিখেছেন, “স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, আজাদ হিন্দ ফৌজের নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই।”

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরাক্রম দিবসে ‘দেশনায়ক’ নেতাজির প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

আপডেট : ২৩ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি: সংবিধান সদনে পরাক্রম দিবসে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তা দিয়ে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি লোকসভার স্পিকার ওম বিড়লা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং অন্যান্য নেতারাও নেতাজির শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিন প্রধানমন্ত্রী ভাষণে দেশের স্বাধীনতার জন্য নেতাজির আত্মত্যাগ ও লড়াইয়ের কথা তুলে ধরেন। মহান দেশ প্রেমিকের জন্মদিন উপলক্ষ্যে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “পরক্রম দিবসে ভারতবাসীকে শুভেচ্ছা। আজ নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে, আমরা তাঁর জীবন ও সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের দেশের স্বাধীনতার প্রতি তাঁর সমর্পণ অনুপ্রাণিত করে চলেছে।”

 

আরও পড়ুন: ‘জাহান-এ-খুসরো’তে সুফি সংগীতের প্রতিধ্বনিতে মাতলেন প্রধানমন্ত্রী মোদি

এদিকে, দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে এই মহান দেশ প্রেমিকের অবদানের কোনও শেষ নেই ৷ তা ভাষায় প্রকাশ করা যাবে না৷ এই মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি আমার শ্রদ্ধা অটুট৷” ইংরেজ উপনিবেশিকদরে বিরুদ্ধে তাঁর লড়াই সকলের দেশবাসীর মনে সাহস জুগিয়ে ছিল বলেও মত রাষ্ট্রপতির। দেশের জনগণের কাছে তাঁর আর্জি, নেতাজিকে পরম কৃতজ্ঞতার সাথে স্মরণ করুন।

আরও পড়ুন: বদরীনাথে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু, আটক এখনও ৫

 

আরও পড়ুন: মাহবুবুল হকের জন্য ইনসাফ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিশিষ্ট মুসলিমদের

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম বার্ষিকি পরাক্রম দিবস হিসাবে পালিত হয়। তিনি ছিলেন একজন সাহসী নেতা বলে উল্লেখ করেছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দেশনায়ককে শ্রদ্ধা জানিয়ে তিনি লেখেন, “ভারতের স্বাধীনতার প্রতি তাঁর অদম্য চেতনা এবং অটল অঙ্গীকার আমাদের সকলকে অনুপ্রাণিত করেছেন দেশবাসীকে ৷” নেতাজির বানীকে উদ্ধৃত করে উপরাষ্ট্রপতি বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব৷ যার অর্থ স্বাধীনতার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে বীরদের। অনেক ত্যাগের মাধ্যমে স্বাধীনতা এসেছে।

 

অন্যদিকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির একটি ছবি পোস্ট করে মহান দেশনায়কের প্রতি শ্রদ্ধা নিবেদেন করেছন তিনি। শ্রদ্ধা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। তিনি লিখেছেন, “স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, আজাদ হিন্দ ফৌজের নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই।”