পুবের কলম ওয়েবডেস্কঃ স্কুল খোলার দাবি জানিয়ে পেরুর রাজধানী লিমাতে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকরা।
করোনা মহামারির কারণে ২০১৯ সালের ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। দেড় বছর ধরে শিশুরা সরাসরি ক্লাসে অংশ নেওয়া থেকে বিরত রয়েছে, আর তাই স্কুল খোলার দাবি নিয়ে রাস্তায় নামলেন তাদের অভিভাবকরা।
স্কুল খোলার দাবিতে একটি সংগঠনও গঠন করা হয় গত মার্চে। সংগঠনটির প্রধান মিলাগরোস সেইন্জ বলেন, আমাদের দেশের মানুষ ভুলেই গেছে শিক্ষা কি জিনিস। সরকারের স্কুল খোলার কোনো পরিকল্পনাও নেই বলে অভিযোগ করেন তিনি।
২০২০ সালের মার্চের দিকে পেরুতে করোনা ভয়াবহ রুপ ধারণ করে যখন স্কুল কেবল পুরোদমে শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সেই সময় স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা করেন সেসময়।
৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
স্কুল খোলার দাবি জানিয়ে পেরুতে বিক্ষোভে সামিল অভিভাবকরা
-
সুস্মিতা - আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার
- 46
ট্যাগ :
Parents protest in Peru
সর্বধিক পাঠিত





























