বাদল অধিবেশনের শুরুতেই তুমুল হৈচৈ, দুপুর ১২টা পর্যন্ত স্থগিত সংসদ

- আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
- / 48
পুবের কলম ওয়েবডেস্ক: সংসদের বাদল অধিবেশনের শুরুতেই রাজ্যসভা ও লোকসভায় তুমুল হট্টগোল সৃষ্টি হয়েছে। রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে পহেলগাওঁ জঙ্গি হামলায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতার অভিযোগ তোলেন। তিনি বলেন, “পহেলগাওঁ হামলার পরও জঙ্গিরা এখনো ধরা পড়েনি। অপারেশন সিঁদুর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৪ বার সমঝোতার দাবি ভারতের জন্য অপমানজনক।”
লোকসভার প্রশ্নোত্তর পর্বে বিরোধীরা ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন এবং পহেলগাওঁ জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে তাৎক্ষণিক আলোচনার দাবি জানান। স্পিকার ওম বিড়লা জানান, সরকার সব ইস্যুতেই আলোচনা করতে প্রস্তুত, তবে তা নিয়ম মেনে হবে। শেষ পর্যন্ত বিশৃঙ্খলার কারণে দুপুর ১২টা পর্যন্ত সংসদের সভা স্থগিত করা হয়।