বিমানযাত্রা: ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি রুখতে বৈঠক

- আপডেট : ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 73
নয়াদিল্লি, ৮ জুলাই : বেসরকারি বিমান সংস্থাগুলিবিপদের সময়ে ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি না করে এবং যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের প্রতি যেন যথাযথ গুরুত্ব দেওয়া হয় সেই নিয়ে এদিন একটি বৈঠক ডাকা হয়। সেখানে বিপদে ইচ্ছা মতো ভাড়া বৃদ্ধি না করে তাতে নজর রাখার কথা জানানো হয়। একইসঙ্গে যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যের প্রতি যেন যথাযথ খেয়াল রাখা হয় তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য দের সঙ্গে বিমান পরিবহনের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠকের নির্যাস এই সিদ্ধান্ত।
এই কমিটির সদস্য সাংসদ প্রফুল্ল প্যাটেল বলেন, ভারতীয় বিমান সব দিক থেকে নিরাপদ। যাত্রীদের চিন্তার কোনও কারণ নেই। তবে পহেলগাঁও এর ঘটনার পর শ্রীনগর থেকে দিল্লিগামী বিমানের ভাড়া কেন দ্বিগুণ, তিনগুণ বাড়ানো হয়েছিল সেকথা সমস্ত বিমান সংস্থার কাছে জানতে চাওয়া হয়েছে।
কুম্ভমেলার সময়ও লখনউগামী বিমানভাড়া কয়েকগুণ বাড়ানো হয়। এর ব্যাখ্যা চাওয়া হয়েছে। ওই বৈঠকে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটিকে দিয়ে বিশেষ অডিট করানোরও দাবি ওঠে। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেন, শ্রীনগরে ফের যাতে পর্যটকরা যান এবং বিমান চলাচল স্বাভাবিক হয় তার ব্যবস্থা করছে সরকার। পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কে সি বেনুগোপাল বলেন, সবার কাছে সবচেয়ে বেশি উদ্বেগের হল যাত্রী সুরক্ষা।
সেটা সুনিশ্চিত করতে হবে। কমিটির সদস্য জগদম্বিকা পাল বলেন, বৌদ্ধ সার্কিটে বিমান চলাচল বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এদিনের বৈঠকে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন উপস্থিত ছিলেন। তিনি বলেন, একটা ঘটনা ঘটেছে, তবে ড্রিমলাইনার বিশ্বের নিরাপদ বিমানগুলির অন্যতম। আহমদাবাদের দুর্ঘটনার তদন্ত রিপোর্ট যা এপর্যন্ত পাওয়া গিয়েছে তা কেন্দ্র গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বলে জানান মন্ত্রী নাইডু। এদিনের বৈঠকে অসামরিক বিমান পরিবহনের অধিকর্তা, এয়ারপোর্টে ইকনমিক রেগুলেটরি অথরিটি অফ ইণ্ডিয়া, এয়ারপোর্ট অথরিটি অফ ইণ্ডিয়া, কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস কোম্পানি, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।