০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
পহেলগাঁওয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাচ্ছে সংসদীয় কমিটি

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
- / 112
পুবের কলম ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর একটি সংসদীয় কমিটি ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে যাচ্ছে। যা এই ঘটনার পর প্রথম এ ধরনের সরকারি সফর। সংসদীয় কমিটির লক্ষ্য প্রকৃত পরিস্থিতি মূল্যায়ন করা এবং প্রশাসনিক ও নিরাপত্তা প্রতিক্রিয়া পর্যালোচনা করা। বিজেপির প্রবীণ সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের সভাপতিত্বে বিভাগ সম্পর্কিত কয়লা, খনি ও ইস্পাত সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মুম্বাই, কুর্গ এবং শ্রীনগরে যাত্রাবিরতি সহ একটি বিস্তৃত অধ্যয়ন সফর করবে।
সরকারি সূত্রে খবর, সফরের অংশ হিসাবে কমিটির সদস্যরা প্রথমে জম্মু ভ্রমণ করবেন। সেখানে তারা শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে প্রাথমিক বৈঠক করবেন। জম্মুতে থাকাকালীন শ্রীনগরগামী বন্দে ভারত এক্সপ্রেসে চড়ার আগে প্রতিনিধি দলটি মাতা বৈষ্ণোদেবী মন্দির পরিদর্শন করবে।
শ্রীনগরে, কমিটি আঞ্চলিক উন্নয়ন, সুরক্ষা উদ্বেগ এবং বেসামরিক জীবন ও পর্যটনের উপর সন্ত্রাসবাদের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য আরও বৈঠকে বসবেন। শ্রীনগরে বৈঠকের পর পহেলগাঁওয়ে গিয়ে বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলার আসল ঘটনাস্থল পরিদর্শন করবে সংসদীয় কমিটি।