পরিচালক পার্থ ঘোষের জীবনাবসান, শোকের ছায়া বিনোদন জগতে
- আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
- / 109
পুবের কলম, ওয়েব ডেস্কঃ প্রয়াত পরিচালক পার্থ ঘোষ। সোমবার মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৭৫। জানা গিয়েছে, সোমবার সকালে মুম্বইয়ের মাঢ এলাকার বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ১৯৯১ সালে মাধুরী দীক্ষিত এবং জ্যাকি শ্রফ অভিনীত ‘হান্ড্রেড ডেজ’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে প্রথম সাফল্য পেয়েছিলেন তিনি।
এ ছাড়াও ১৯৯৬ সালে ‘অগ্নিসাক্ষী’ ও ১৯৯৭ সালে ‘গুলাম এ মুস্তাফা’র মতো ছবিতে মন ছুঁয়েছিলেন ভক্তদের। তবে, ১৯৯৩ সালে মিঠুন চক্রবর্তী অভিনীত তাঁর ছবি ‘দালাল’ সবচেয়ে বেশি তাঁকে জনপ্রিয়তা দিয়েছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত প্রথম পার্থ ঘোষের পরিচালনাতেই হিন্দি ছবিতে কাজ করেছেন, ‘তিসরা কৌন’ সেটা ১৯৯৪। সম্প্রতি তিনি টহান্ড্রেড ডেজ’ ও ‘অগ্নিসাক্ষী’ ছবির সিকুয়েল নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিলেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে হার্টের সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘ সময় ধরেই ৷ তিনি মুম্বইয়ের মাঢ আইল্যান্ডে থাকতেন ৷ ভেঙে পড়েছেন স্ত্রী গৌরী ঘোষ ৷ বাংলা সিনেমা জগতে ১৯৮৫ সালে পার্থ ঘোষ ছোট ছোট সিনেমায় অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হিসাবে কেরিয়ার শুরু করেন ৷ কিন্তু তিনি রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান হান্ড্রেড ডেজ সিনেমার হাত ধরে ৷ পার্থ ঘোষের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন টলিউড এবং বলিউডের অভিনেতারা।