জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, মৃত ৭

- আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী গাড়ি উল্টে গিয়ে পড়ল গভীর খাদে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৭ জন। গুরুতর আহত ২ জন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং ঘটনাটির বিষয়ে ডিসি যাদবের সঙ্গে সড়ক কথা বলেন। কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার সকালে কিশ্তওয়াড়ের দাংদুরু বাঁধ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দাংদুরু বিদ্যুৎ কেন্দ্রের ১০ কর্মী ছিলেন সেই গাড়িতে। সেই গাড়িটিই নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে।
কিশ্তওয়াড় পুলিশের ডিসি দেবাংশ যাদব জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিশ্তওয়াড় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ ফোন করে জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য কেন্দ্রের তরফে সবধরনের সহায়তা করা হবে।