সেক্টর ফাইভে বাস দুর্ঘটনায় আহত যাত্রী

- আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার
- / 13
পুবের কলম প্রতিবেদক: সল্টলেকে ফের পথদুর্ঘটনা। শুক্রবার সন্ধ্যায় ঝির ঝিরে বৃষ্টির মধ্যে সল্টলেক পাঁচ নম্বর সেক্টরের বেনফিশ মোড়ের কাছে একটি বেসরকারি বাস দুর্ঘটনা কবলে পড়ে। এই ঘটনার জেরে বাসের চালক সহ কমবেশি ৬-১০ জন যাত্রী জখম হয়েছেন বলে জানা গেছে। এদিকে ব্যস্ত অফিস ফেরত সময়ে বাস দুর্ঘটনা খবর চাউর হতেই কিছুটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সল্টলেক তথ্যপ্রযুক্তি তালুকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। তারা দুর্ঘটনাগ্রস্ত বাস ও চালকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সাতগাছি-বারাসাতগামী রুটের যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস ভায়া সেক্টর ফাইভ হয়ে নিউটাউনের দিকে যাচ্ছিল। সেই যাত্রাকালীন সময়ে বেনফিস মোড়ের কাছে আসতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনার জেরে বাসটির সামনের অধিকাংশ দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চারচাকা প্রাইভেট গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনায় পড়ে।