০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আমিরশাহীতে মোতায়েন হবে ইহুদি পুলিশের স্থায়ী প্রতিনিধি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 22

পুবের কলম, ওয়েবডেস্কঃ সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবি সফর করছেন জায়নবাদী ইসরাইলের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ। আর এই সফরের পরই সংযুক্ত আরব আমিরশাহীতে ইহুদি পুলিশের স্থায়ী প্রতিনিধিকে নিয়োগ করা হবে বলে জানিয়েছে এক সূত্র। সংযুক্ত আরব আমিরশাহী ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ইসরাইলের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ইয়াকুব শাবতাই রবিবার আবুধাবি পৌঁছেছেন ইহুদি পুলিশের মুখপাত্র ওয়াসিম বদর বলেন, ‘দুই পক্ষের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রেক্ষাপটে ইয়াকুব শাবতাই সংযুক্ত আরব আমিরশাহীতে ইসরাইলি পুলিশের স্থায়ী প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন’।

ওয়াসিম বলেন, আবু ধাবিতে ইসরাইলি দূতাবাসের এজেন্ডার মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলি পুলিশের কার্যক্রম সমন্বয় করবেন ওই স্থায়ী পুলিশ প্রতিনিধি।

আরও পড়ুন: বিক্ষোভ থামার নাম নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ৪৫ হাজার পুলিশ

ওয়াসিম আরও বলেন, ইহুদি ইন্সপেক্টর জেনারেলের কয়েক দিনের এই সফরের মূল লক্ষ্য হল পুলিশ বাহিনীর মধ্যে একটি সংযোগ স্থাপন করা এবং সাধারণ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য একটি আনুষ্ঠানিক চ্যানেল খোলা।

আরও পড়ুন: দরকারে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দেব, হুঁশিয়ারি হাই কোর্টের প্রধান বিচারপতির

ইসরাইলি পুলিশের মুখপাত্র জানান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ইয়াকুব শাবতাই আবুধাবি পুলিশ প্রধান, দুবাই পুলিশ প্রধান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাসহ সংযুক্ত আরব আমিরশাহীর স্বরাষ্ট্রমন্ত্রকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এই সফরটি ইসরাইলি পুলিশের বিদেশ সম্পর্ক ইউনিট দ্বারা সমন্বিত হয়েছিল এবং দুই দেশের পুলিশের মধ্যে পেশাদার সম্পর্ক স্থাপন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা শুরু করার লক্ষ্যে সফরটি বেশ কয়েক দিন দীর্ঘ হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রামনবমীর ঘটনা ঘিরে ফের রণক্ষেত্র শিবপুর, নামানো হল Raf, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমিরশাহীতে মোতায়েন হবে ইহুদি পুলিশের স্থায়ী প্রতিনিধি

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবু ধাবি সফর করছেন জায়নবাদী ইসরাইলের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ। আর এই সফরের পরই সংযুক্ত আরব আমিরশাহীতে ইহুদি পুলিশের স্থায়ী প্রতিনিধিকে নিয়োগ করা হবে বলে জানিয়েছে এক সূত্র। সংযুক্ত আরব আমিরশাহী ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ইসরাইলের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ইয়াকুব শাবতাই রবিবার আবুধাবি পৌঁছেছেন ইহুদি পুলিশের মুখপাত্র ওয়াসিম বদর বলেন, ‘দুই পক্ষের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রেক্ষাপটে ইয়াকুব শাবতাই সংযুক্ত আরব আমিরশাহীতে ইসরাইলি পুলিশের স্থায়ী প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন’।

ওয়াসিম বলেন, আবু ধাবিতে ইসরাইলি দূতাবাসের এজেন্ডার মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ইসরাইলি পুলিশের কার্যক্রম সমন্বয় করবেন ওই স্থায়ী পুলিশ প্রতিনিধি।

আরও পড়ুন: বিক্ষোভ থামার নাম নেই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন ৪৫ হাজার পুলিশ

ওয়াসিম আরও বলেন, ইহুদি ইন্সপেক্টর জেনারেলের কয়েক দিনের এই সফরের মূল লক্ষ্য হল পুলিশ বাহিনীর মধ্যে একটি সংযোগ স্থাপন করা এবং সাধারণ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য একটি আনুষ্ঠানিক চ্যানেল খোলা।

আরও পড়ুন: দরকারে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দেব, হুঁশিয়ারি হাই কোর্টের প্রধান বিচারপতির

ইসরাইলি পুলিশের মুখপাত্র জানান, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ইয়াকুব শাবতাই আবুধাবি পুলিশ প্রধান, দুবাই পুলিশ প্রধান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাসহ সংযুক্ত আরব আমিরশাহীর স্বরাষ্ট্রমন্ত্রকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। এই সফরটি ইসরাইলি পুলিশের বিদেশ সম্পর্ক ইউনিট দ্বারা সমন্বিত হয়েছিল এবং দুই দেশের পুলিশের মধ্যে পেশাদার সম্পর্ক স্থাপন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা শুরু করার লক্ষ্যে সফরটি বেশ কয়েক দিন দীর্ঘ হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রামনবমীর ঘটনা ঘিরে ফের রণক্ষেত্র শিবপুর, নামানো হল Raf, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী